ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মৌমাছির কামড়ে স্ট্যাম্পিং মিস!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
মৌমাছির কামড়ে স্ট্যাম্পিং মিস! ছবি: সংগৃহীত

চলমান জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন স্ট্যাম্পিং মিস করলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক। তবে এই মিস করার পেছনে করুণ একটি ঘটনাও রয়েছে। একই সময় মৌমাছি তার বাঁহাতে পেশীতে হুল ফোটাতে ব্যস্ত ছিল। নিশ্চিত আউট থেকে বেঁচে মাঠে থেকে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ।

ব্যক্তিগত ১৫ রানে স্পিনার কেশব মাহারাজের বলে এগিয়ে গেলেন মার্শ। কিন্তু বলটি ব্যাট ও প্যাডের ফাঁক গলিয়ে চলে যায়।

তবে তখন বল কি ধরবেন ডি কক মৌমাছি তাড়াতেই ব্যস্ত হয়ে পড়েন। পরে দ্রুতই প্রোটিয়া ফিজিওথেরাপিস্ট ক্রেইগ গভেন্ডার মাঠে এসে বিষয়টি আমলে নেন।

ডি ককের মিসের কারণে বেঁচে যাওয়া মার্শ অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। আরও এক রান যোগ করে সেই মাহারাজের বলে এবি ডি ভিলিয়ার্সকে ক্যাচ দেন।

ওয়ান্ডেরেসের মাঠে এটিই প্রথম মৌমাছির ঘটনা নয়। গত বছরের ফেব্রুয়ারিতে মৌমাছির উৎপাতে দ.আফ্রিকা বনাম শ্রীলঙ্কার মধ্যকার পিংক ওয়ানডেটি কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ০১ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।