ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যালেঞ্জিং টার্গেট দিয়েও ইংলিশ শিবিরে অস্বস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
চ্যালেঞ্জিং টার্গেট দিয়েও ইংলিশ শিবিরে অস্বস্তি ছবি: সংগৃহীত

সিরিজ বাঁচানোর টেস্টে নিউজিল্যান্ডকে ৩৮২ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিলেও স্বস্তিতে চতুর্থ দিন শেষ করতে পারেনি ইংল্যান্ড। বিনা উইকেটে ৪২ রান নিয়ে মাঠ ছাড়েন টম ল্যাথাম (২৫) ও জিৎ রাভাল (১৭)।

ক্রাইস্টচার্চে শেষ দিনে ব্যাটিং দৃঢ়তা ধরে রাখতে পারলে ইংলিশদের জয়ের আশা ভেস্তে যেতে পারে। হার এড়ালেই দুই ম্যাচ সিরিজের শিরোপা উঠবে কিউইদের হাতে।

অকল্যান্ডে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডোবে সফরকারীরা।

তিন উইকেটে ২০২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ইংল্যান্ড ৯ উইকেটে ৩৫২ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। অর্ধশতক হাঁকান অধিনায়ক জো রুট (৫৪) ও ডেভিড মালান (৫৩)। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ৩৬। ওপেনার মার্ক স্টোনম্যান ৬০ ও সর্বোচ্চ ৭৬ রান করেন জেমস ভিঞ্চ। চারটি উইকেট নেন কলিন ডি গ্র্যান্ডহোম।

প্রথম ইনিংসে ইংলিশদের ৩০৭ রানের জবাবে ২৭৮-এ থামে ব্ল্যাক ক্যাপসরা। এবার তাদের সামনে সিরিজে অপরাজেয় থাকার চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।