ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

এক সিজনে মাশরাফির সর্বোচ্চ উইকেটের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
এক সিজনে মাশরাফির সর্বোচ্চ উইকেটের রেকর্ড এক সিজনে মাশরাফির সর্বোচ্চ উইকেটের রেকর্ড-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট প্রাপ্তির নতুন রেকর্ডের মালিক এখন মাশরাফি বিন মর্তুজা। আবু হায়দার রনির ৩৫ উইকেটের কীর্তি ছাড়িয়ে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ছবি শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমমিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্সের চতুর্থ রাউন্ডে রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে মাত্র ১টি উইকেট দূরে ছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’।

আবাহনীর ছুঁয়ে দেওয়া ২৪২ রানের টার্গেটে নামা খেলাঘর ওপেনার রবিউল ইসলাম রবিকে (২০) মোহাম্মদ মিঠুনের গ্লাভসবন্দি করে নতুন উচ্চতায় পা রাখেন ৩৪ বছর বয়সী এই আইকনিক পেসার।

ছবি শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমআগের ১৪ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে রনিকে স্পর্শ করেন দারুণ ছন্দে থাকা মাশরাফি। পঞ্চাশ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে আজকের ম্যাচ বাদে তার নামের পাশে ২৫৬ ম্যাচে ৩৬৪টি উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।