ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টার্কের জায়গায় কুরানকে নিল কলকাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
স্টার্কের জায়গায় কুরানকে নিল কলকাতা ছবি: সংগৃহীত

চোটের কারণে একাদশ আইপিএল থেকে ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের পরিবর্তে টম কুরানকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। এক কোটি ভারতীয় রুপির বেজ প্রাইজে ইংল্যান্ডের পেসারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে শাহরুখ খানের দল।

এক বিবৃতিতে কুরানকে দলে নেওয়ার কথা জানিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।

ডান পায়ের হাড়ে চিড় ধরায় জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট না খেলেই দেশে ফেরেন মিচেল স্টার্ক।

এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দেয়, আইপিএলে খেলতে পারবেন না তিনি। ৯.৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা। এ নিয়ে পর পর তিন বছর আইপিএলে খেলার সুযোগ হারালেন অজি পেসার স্টার্ক।  

কুরান ইংল্যান্ডের জার্সিতে এখনও পর্যন্ত ২টি টেস্ট, ৮টি ওয়ানডে এবং ৬টি টি-টেয়েন্টি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে তার অভিষেক হয়। ইংল্যান্ডের হয়ে ৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে সারের হয়ে ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৫০টি উইকেট।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।