ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ডু অর ডাই ম্যাচে লক্ষ্যে অবিচল আবাহনী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
ডু অর ডাই ম্যাচে লক্ষ্যে অবিচল আবাহনী মিরাজ-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অন্য কোনো লক্ষ্য নেই। নেই ডানে বাঁয়ে তাকানোর সময়। কেননা লিগের শুরু থেকে ধারাবাহিক জয়ে নিশানাটা যে আগেই ঠিক করে রেখেছে এবারের মৌসুমের উড়ন্ত আবাহনী লিমিটেড।

সেটা আর কিছু নয়, ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শিরোপা ঘরে তোলা। সেই লক্ষ্যেই নাকি বৃহস্পতিবার (৫ এপ্রিল) ডু অর ডাই ম্যাচে বিকেএসপিতে মুশফিকের লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি-নাসিরের আবাহনী।

মিরাজ-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বুধবার (৪ এপ্রিল) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে সেকথাই সংবাদ মাধ্যমকে জানালেন টেবিলের টপার আবাহনী লিমিটেডের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ‘আমরা যদি জিততে পারি, আমরা চ্যাম্পিয়ন হবো। আমি ঢাকা লিগে কখনো চ্যাম্পিয়ন হইনি। অবশ্যই  টার্গেট থাকবে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। আমরাও অনেক সিরিয়াস আছি। আমরা আমাদের শতভাগ দিতে চেষ্টা করবো। ’

মিরাজ ঠিকই বলেছেন। তাদের জিততেই হবে। এমন না যে তারা তাদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলা দুই দল শেখ জামাল ধানমিন্ড ও এই ম্যাচের প্রতিপক্ষ রুপগঞ্জের চাইতে যোজন যোজন পয়েন্ট ব্যবধানে এগিয়ে। সেটা হলে ম্যাচটি হতো শুধুই আনুষ্ঠানিকতার। সেটাতো হয়ইনি বরং আবাহনীর জন্য হয়ে উঠেছে বাঁচা মরার লড়াই।

কেননা মিরপুরে খেলাঘরের সাথে শেখ জামাল জিতলে ও আবাহনী হেরে গেলে তিন দলের পয়েন্ট সমান হবে। আবাহনী, রুপগঞ্জ, শেখ জামালের পয়েন্ট হবে ২২। সেক্ষেত্রে আগে হেড টু হেড লড়াই দেখা হবে। যেখানে তিন দলের হেড টু হেড লড়াইয়ে সর্বোচ্চ তিনটি জয় হবে শেখ জামালের। আবাহনীর দুটি, রুপগঞ্জের একটি। তখন চ্যাম্পিয়ন হবে শেখ জামাল।

কিন্তু না, মিরাজ সে পথে হাঁটতেই চাচ্ছেন না। বরং শিরোপ জয়ের সব রসদ তাদের শিবিরে উপস্থিত। সেই বলেই বলীয়ান তিনি। কে নেই তার দলে?  বোলিং আক্রমণভাগের সামনে থেকে নেতৃত্ব দেবেন দেশসেরা মাশরাফি, গতি তারকা তাসকিন। স্পিনে সানজামুল, সাকলাইন সজিব ও  মিরাজের মতো জাতীয় দলের বোলার।

আর ব্যাটিংয়ে এনামুল হক বিজয়, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন। মানে গোটা জাতীয় দলই এখানে। তাই হয়তো শিরোপা জয়ের স্বপ্ন দেখতে দ্বিধান্বিত নন মিরাজ।

‘ডু অর ডাই ম্যাচ। আশাবাদী অবশ্যই। সবাই শতভাগ দেয়ার চেষ্টা করবে ভাল খেলার জন্য। তাছাড়া আমাদের যেসব প্লেয়ার আছে তারা তাদের সেরাটা দিলে, তাহলে ভাল কিছু হবে। ’-যোগ করেন মিরাজ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।