ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচে গাজীকে ৯৫ রানে গুটিয়ে দোলেশ্বরের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
শেষ ম্যাচে গাজীকে ৯৫ রানে গুটিয়ে দোলেশ্বরের জয় .

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা দৌড়ে আগেই ছিটকে গেছে গতবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স। চলতি মৌসুমের শেষ ম্যাচে তাদেরকে লজ্জায় ডুবিয়েছে প্রাইম দোলেশ্বর। মাত্র ৯৫ রানে গুটিয়ে দিয়ে দাপুটে জয় পেয়েছে ফরহাদ রেজার দল।

মামুলি লক্ষ্যটা ৫ উইকেট হাতে রেখে ২৪ ওভারে টপকে যায় দোলেশ্বর। ফজলে মাহমুদ ৩১ ও আবু সায়েম ৩৬ রান করেন।

শরিফুল্লাহ ২২ রানে অপরাজিত থাকেন। আবু হায়দার রনি তিনটি উইকেট নেন। অন্য দু’টি নাইম হাসান ও ইয়াসিন আরাফাতের।

এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সুপার লিগের শেষ রাউন্ডে টস হেরে ব্যাটিং পেয়ে সানি-নাসুমদের স্পিন ঘূর্ণিতে খেই হারিয়ে ফেলে গাজীর ব্যাটিং লাইনআপ। ২১.৪ ওভারে অলআউট হয় জহুরুল ইসলামের দল। সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার মেহেদী হাসান।

দুই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ চারটি ও আরাফাত সানি তিনটি উইকেট শিকার করেন। সালাউদ্দিন সাকিল দু’টি ও অন্যটি নেন ফরহাদ রেজা।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।