ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিবি প্রস্তাব দিলে ফিরিয়ে দেবেন না ওয়ালশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
বিসিবি প্রস্তাব দিলে ফিরিয়ে দেবেন না ওয়ালশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অনেক খোঁজাখুঁজির পরও টাইগারদের হেড কোচ না পাওয়ায় গেল মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করেছিলেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কোচ নিয়োগের সেই প্রক্রিয়া এখনও অব্যাহত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু কোন সুসংবাদ নেই। এমতাবস্থায় প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফেলে ফিরিয়ে দেবেন না বলে জানিয়েছেন ওয়ালশ।

বৃহস্পতিবারর (৫ এপ্রিল) বিসিবির মিডিয়া লাউঞ্জে তিনি সংবাদ মাধধ্যমকে একথা জানান। ওয়ালশ বলেন, ‘আমি জানি বিসিবি কোচ খুঁজছে।

তবে আমাকে প্রস্তাব দেয়া হলে আমি চালিয়ে যেতে রাজি আছি। যত তাড়াতাড়ি আমরা কোচ পাব ততই ভালো। এতে করে আমরা বর্তমান মোমেন্টাম অব্যাহত রাখতে পারবো। এবং আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে সাজাতে পারবো। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নই আমার মূল বিবেচ্য  বিষয়। ’

ওয়ালশের সাথে কথা বলে মনে হলো নিদাহাস ট্রফিতে টাইগারদের হেড কোচের পদটি তিনি বেশ ভালোই উপভোগ করেছেন। সেই মাত্রাটা দ্বিগুণ হতে পারতো যদি নিদাহাস ট্রফিটি তার শিষ্যরা দেশে আনতে পারতো।

‘আমি সুযোগটি বেশ উপেভোগ করেছি। সবাই পেশাদার ছিল। ওরাও (ক্রিকেটাররা) সব কিছুই উপভোগ করেছে এবং আমাকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে। হতাশা ছিল শুধু ট্রফিটি আমরা দেশে আনতে পারিনি বলে। ’

ত্রিদেশীয় টি-২০ সিরিজটিতে শিষ্যদের উচ্ছ্বসিত প্রশংসা করে সাবেক এই ক্যারিবীয় কিংবদন্তি পেসার বলেন, ‘ছেলেরা দারুণ খেলেছে। এটা আমার কাছে  জিজ্ঞেস করার কিছু নেই। আপনারা দেখেছেন। কিন্তু ফাইনালের হারটি কষ্টের ছিল। তবে নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় একটি অর্জন। ’

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।