ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকা লিগের রানারআপ শেখ জামাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
ঢাকা লিগের রানারআপ শেখ জামাল ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমের রানারআপ হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তারা এই খেতাব অর্জন করে।

সমান সংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন আবাহনী। আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সমান (২০) পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রুপগঞ্জ নেট রান রেটে এগিয়ে থাকলেও ‘হেড টু হেড’ এ তাদেরকে হারায় শেখ জামাল।

রাউন্ড রবিন লিগের ১১ ম্যাচ শেষে ৭ জয় ও ৪ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে ছিল শেখ জামাল। এরপর সুপার লিগে এসে ৫ ম্যাচের তিনটিতেই জয় ঘরে তোলে কোচ সারোয়ার ইমরানের শিষ্যরা। রাউন্ড রবিন ও সুপার সিক্স দুই রাউন্ডেই নাঈম ইসলামের রূপগঞ্জকে হারিয়ে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের দল।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ৫ এপ্রিল ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।