ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুযোগের অপেক্ষায় থাকবেন চোটে পড়া তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
সুযোগের অপেক্ষায় থাকবেন চোটে পড়া তাসকিন তাসকিন আহমেদ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আমার ব্যাকে মেজর ইনজুরি ছিল। এর মধ্যেই অনুশীলনের মাঝখানে আমার হাত ফেটে গিয়েছিল, তখন সাতটা সেলাই লেগেছিল। তারপর হাত শুকানোর পর আয়ারল্যান্ডে যাওয়ার পর আবার ব্যাক ইনজুরি সমস্যা করছিল। পরে ব্যথা সেরা যাওয়ার পর ফিটনেস টেস্ট দিয়ে চার নম্বর ওয়ানডেটা খেলতে পেরেছিলাম, পাঁচ ওভার বল করেছিলাম। একই ম্যাচে থার্ড ম্যানে ফিল্ডিং এর সময় বল থ্রো করতে গিয়ে হাতটা আবার ফেটে যায়।’-কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয় দলের অনিয়মিত ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ডে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আইরিশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রায় ৬ মাস পরে খেলতে গিয়ে ফের চোটে পড়লেন তাসকিন। হাতে এবার আবার দুটি সেলাই পড়েছে।

দেশে ফিরে মিরপুরে হোম অব ক্রিকেটে তিনি আরও বলেন, ‘তখন হাতে সাতটা সেলাই লেগেছিল, এবার দুইটি সেলাই। হাতের তালুর দিকটায় বল লেগে ফেটে গিয়েছ। এটা আসলে আমার দুর্ভাগ্য বলা যায়। একই জায়গায় আগে ব্যথা পেয়েছিলাম, এখন আবার সেই জায়গাতেই ফাটলো। এটা খুবই দুঃখজনক, আমি সাড়ে পাঁচ-ছয় মাস পর খেলতে নামলাম এরপর আবার হাতের ইনজুরিতে পড়তে হল। কিন্তু কিছু করার নেই আসলে। সামনে অনেক খেলা আছে, যদি হাত ঠিক হয় তাহলে সুযোগের অপেক্ষায় থাকব। আর সত্যি কথা বলতে, আমি ভালো ছন্দে ছিলাম। বোলিং কোচ চাম্পাকা অনেক সন্তুষ্ট ছিল আমার বোলিংয়ে। আমি ব্যক্তিগতভাবে নিজের বোলিংয়ে খুশি ছিলাম। কিন্তু ইনজুরি হয়েছে, এখন কিছু করার নেই। এখন পাঁচ-সাতদিনের মধ্যে সেলাই খোলার কথা। আর সর্বোচ্চ দুই সপ্তাহর মধ্যে আমি ফিরতে পারব। ’

এদিকে প্রশ্ন উঠেছে তাসকিন কি আনফিট হয়েই আইরিশ সফরে গিয়েছিলেন। উত্তরে বলেন, ‘আমার মূলত ব্যাক ইনজুরি ছিল। সেই ইনজুরি থেকে আমি এখন প্রায় ফিট বললেই চলে। আমি সহজেই বোলিং করতে পারছিলাম। যদিও আমাকে কিছুটা মানিয়ে নিতে হচ্ছিল। ইঞ্জেকশনের পর আমি রিহ্যাব করেছিলাম। আমি আনফিট হয়ে আয়ারল্যান্ডে যাইনি। ফিট অবস্থায় গিয়েছলাম। ’

আয়ারল্যান্ডে বাংলাদেশ ‘এ’ দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যায়। যেখনে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সিরিজে বাংলাদেশ ২-২ ব্যবধানে সিরিজ টাই করে। চতুর্থ ম্যাচে অবশ্য বেশ বড় স্কোর করেই জয় পায় বাংলাদেশ। অধিনায়কের দায়িত্বে থাকা মুমিনুল হক বিদেশের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান করে রেকর্ড গড়েন।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আয়ারল্যান্ডের উইকেট সবুজ হলেও অনেক ফ্ল্যাট ট্র্যাক ছিল। যেদিন মমিনুল ভাই ১৮২ রান করল, সেদিনের ব্যাটিং যদি দেখতেন... এতদিন তো আমরা টিভিতে রোহিত শর্মার ব্যাটিং দেখেছি। সেদিন মমিনুল ভাইকে দেখছিলাম। এত দ্রুত রান তুলছিলেন তিনি আর মাঠও সুন্দর ও ছোট ছিল। কিন্তু উইকেট গুলো ব্যাটিংয়ের জন্য সলিড। ওদের কন্ডিশন বিচারে আইরিশদের কিছুটা সুবিধা ছিল। সবাই নিজেদের কন্ডিশনে সুবিধাটা পায়। সেই হিসেবে আমরা যে ওদের সাথে সিরিজ হারি নি, সেটাও বড় অর্জন। যদিও আমরা ওদের থেকে অনেক ভালো দল। সেই দিক থেকে খারাপ বলব না। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।