ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিতে অনুপ্রাণিত আশরাফুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
মাশরাফিতে অনুপ্রাণিত আশরাফুল মোহাম্মদ আশরাফুল। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: বিপিএলে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের  নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল জাতীয় দলে ফিরতে আশায় বুক বাঁধতে শুরু করেছেন। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আশ্বস্ত করেছেন বলেই এমন স্বপ্ন দেখছেন তিনি। 

গেল বুধবার (২৯ আগস্ট) বাংলাদেশ ক্রি‌কে‌ট বোর্ডে  ডাকা হয় আশরাফুলকে। সেখানেই তাকে সবুজ সঙ্কেত দিয়েছেন এই বিসিবি সভাপতি।

তবে শর্ত সাপেক্ষে। যদি তিনি ঘরোয়া ক্রি‌কে‌টের আগামি মৌসুমে পারফর্ম করতে পারেন তবেই।  

৩৪ বছর বয়সে কোন ক্রি‌কে‌টা‌রের  আন্তর্জাতিক প্রত্যাবর্তন হওয়া বাংলাদেশ ক্রিকেটে বিরলই বটে। বিষয়টি সন্দেহাতীতভাবেই নতুন একটি ধারার জন্ম দেবে। কেননা ৩০-৩২ বছর বয়স হলেই যেখানে নিয়মিত একজন ক্রি‌কে‌টা‌রদের বিদায়ঘণ্টা বেজে যায় সেখানে তার অন্তর্ভূক্তি!  

তবে জাতীয় পর্যায়ে ফেরার এই স্বপ্নের পথে তাকে প্রেরণা যোগাচ্ছেন তারই সমসাময়ীক বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ রফিক ভাই এর পর আমাদের দেশে কেউই ৩৭-৩৮ বছর পর্যন্ত খেলতে পারেনি। কিন্তু আমি ধারার প্রবর্তন করতে চাই। মাশরাফি বোলার হয়েও এখনো খেলে যাচ্ছে, যা বড় অনুপ্রেরণার বিষয়। ব্যাটসম্যানরা ফিরতে পারছে না, কারণ তাদের অসাধারণ পাফরম্যান্স নেই। ’

বুধবার (৪ সেপ্টেম্বর) মিরপুর সাকিব '৭৫ এ বাংলাদেশ ক্রিকেট  সমর্থকদের নিয়ে অনলাইন ভিত্তিক সংগঠন ও ফেসবুক গ্রুপ এফবিসি টাইগার্সের অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল। সেখানেই এ কথা বলেন তিনি।

বিসিবি সভাপতি পাপনের সঙ্গে আলোচনা প্রসঙ্গেও এসময়ে কথা বলেন  আশরাফুল। বলেন, ‘তার সাথে দেখা করেছি, সে সবসময় ইতিবাচক। ভালো খেললে আমাকে তারা আরেকটা সুযোগ দেবেন, এটা আমার বিশ্বাস। । বাংলাদেশ দলে খেলার লক্ষ্য আছে তবে আমার প্রথম গোল হচ্ছে জাতীয় লিগ। ’

‘প্রস্তুতি নিচ্ছি দুই মাস ধরে। যেখানেই খেলবো ভাল ক্রিকেট খেলতে চাই। তারপর হয়তোবা বিবেচনায় আসবো, আমাকে সিলেকশন করবে কি করবে না। সিলেকশনের ব্যাপারটি অনেকটা আমার উপরেও। আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি। জাতীয় লিগে যদি ২০০-৩০০ মারতে পারি একেকটা ইনিংসে। তখন হয়তো বিবেচনায় আসবো, আমাকে দিয়ে আবারও হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮

এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।