ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয় পেয়ে শীর্ষে গেইল-মাহমুদউল্লাহরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
জয় পেয়ে শীর্ষে গেইল-মাহমুদউল্লাহরা ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রিডেন্টসের বিপক্ষে ২ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জাগায় করে নিল গেইল-মাহমুদউল্লাহদের সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। খুব বড় কিছু করতে না পারলেও ব্যাটে-বলে ভূমিকা ছিল বাংলাদেশ তারকা মাহমুদউল্লাহ’র।

বাস্সেটেরে প্রথমে ব্যাট করা বার্বাডোজ নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ও ইনিংসের ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট কিটস।

১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সেন্ট কিটস। তবে শেষ দিকে ফ্যাবিয়ান অ্যালেনের ৬৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় পায় তারা। ৩৪ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। দুই ওপেনার ক্রিস গেইল ২২ ও এভিন লুইস ১৯ রান করেন। ১৫ রান আসে মাহমুদউল্লাহ’র ব্যাট থেকে।

বার্বাডোজ বোলার মোহাম্মদ ইরফান ৩ উইকেট নেন। এছাড়া ইমরান খান নেন ২ উইকেট।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের ৪৪, রোস্টন চেজের ৩৮ ও জেসন হোল্ডারের ঝড়ো ১১ বলে ৩০ রানের ইনিংসে ভর করে ১৬৮ রান সংগ্রহ করে বার্বাডোজ।

সেন্ট কিটস বোলারদের মধ্যে স্পিনার তাবরাইজ শামসি দুটি উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন আলজারি জোসেফ ও মাহমুদউল্লাহ।

১০ ম্যাচে ৫ জয় ও ৪ হারে (একটি ম্যাচ পরিত্যক্ত)  ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সেন্ট কিটস।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।