ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চারদিনের ম্যাচ দিয়ে ফিরছেন তাসকিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
চারদিনের ম্যাচ দিয়ে ফিরছেন তাসকিন চারদিনের ম্যাচ দিয়ে ফিরছেন তাসকিন-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিদাহাস ট্রফিতে পাওয়া পিঠের ব্যথা তেমন জ্বালাচ্ছে না। আয়ারল্যান্ড সিরিজে পাওয়া ডান হাতের আঙুলের ক্ষতও শুকিয়ে গেছে। কাজেই আর বসে থাকার উপায় নেই তাসকিন আহমেদের।

অবশ্য তিনি কখনোই বসে থাকতে চান না। চোটে পড়লে বল হাতে মাঠে নামতে মুখিয়ে থাকেন।

তার ব্যতিক্রম দেখা যায়নি সবশেষ চোটের পরেও।

অবশ্য তাসকিনের সেই অপেক্ষার অবসান হচ্ছে খুব শিগগিরই। ১৮-২১ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে চার দিনের একটি ম্যাচ খেলবে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা। সেই দলে তার ডাক পড়েছে।

আর তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে ইনজুরি জয় করে ক্রিকেটে ফিরছেন লাল সবুজের এই গতি তারকা। ম্যাচে অংশ নিতে ১৭ তারিখ দলের সঙ্গে তিনি খুলনার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

খুলনায় চারদিনের এই ম্যাচ শেষ হতে না হতেই ১ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) জন্য প্রস্তুত হতে হবে তাসকিনকে। টুর্নামেন্টে ঢাকা মেট্টোর হয়ে অংশ নিতে এরই মধ্যে ফিটনেস পরীক্ষা দিয়েছেন। ফিটনেসের বিপ পরীক্ষায় পেয়েছেন ১১.২। তাতে দারুণ তৃপ্ত এই ২২ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তাসকিন বলেন,‘ব্যথা নেই বললেই চলে। অনেক কমেছে। তবে মাঝে মধ্যে খারাপ লাগে। কিন্তু ফিটনেস আগের থেকে অনেক ভাল হয়েছে। বিপ টেস্টে সবশেষ জাতীয় দলে খেলার সময় ছিলো ১০.৩। জাতীয় লিগের জন্য যে টেস্ট দিলাম সেখানে ১১.২ এসেছে। এক লেভেল বাড়িয়েছি। ’

গেল মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি খেলতে গিয়ে পাওয়া পিঠের ব্যথা পেয়েছিলেন তাসিকন। সেই ব্যথা সেরে উঠতে না উঠতেই গেল ১৪ জুলাই আবাহনী মাঠে ঐচ্ছিক অনুশীলনে বলের আঘাতে ডানহাতের দুই আঙুলের মাঝখানে ফেঁটে যায়। ফলে এশিয়া কাপ স্কোয়াড থেকেই ছিটকে যান।

হাতের ক্ষতে প্রলেপ পড়ায় গেল মাসে ‘এ’ দলের হয়ে গিয়েছিলেন আয়ারল্যান্ড সফরে। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় সেখান থেকেও অক্ষত হয়ে ফেরা হয়নি। ওয়ানডে সিরিজে পিঠের পুরোনো ব্যথা আবার হানা দিয়েছিলো। চিকিৎসকের পরমর্শে আপাতকালীন সমাধান মিললেও একই ম্যাচে থার্ডম্যানে ফিল্ডিং করার সময় বল থ্রো করতে গিয়ে ডান আবার ফেটে যায়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।