ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ভোগলের টুর্নামেন্ট সেরার তালিকায় মোস্তাফিজ-মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
ভোগলের টুর্নামেন্ট সেরার তালিকায় মোস্তাফিজ-মুশফিক মোস্তাফিজ ও মুশফিক। ছবি: সংগৃহীত

এসব একাদশ আনুষ্ঠানিক স্বীকৃতি না পেলেও বিশেষজ্ঞদের মতামতের গুরুত্ব আছে বৈকি। এমনই এক ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলের এশিয়া কাপ টুর্নামেন্ট সেরার একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

বাকি আছে এখনও এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। সেখানে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

তবে এই ম্যাচের আগেই ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ ভোগলে তার পছন্দের সেরা একাদশ প্রকাশ করেছেন। যেখানে দুই বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে আছেন ভারতের ৬ জন, আফগানিস্তানের ২ জন ও পাকিস্তানের একজন ক্রিকেটার।

সবাইকে অবাক করে দিয়ে ভোগলের সেরা একাদশে জায়গা পাননি মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তান থেকে শুধু মাত্র শোয়েব মালিককে রাখা হয় এই তালিকায়। আফগানিস্তান থেকে অনুমিতভাবেই রশিদ খান ও অফস্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নবী জায়গা পেয়েছেন।

নিজের একাদশ বিশ্লেষণে ভোগলে বলেন, ‘আপনি যদি একাদশে পাঁচ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নেন, দেখবেন যে চার জন সেখানে এমনিতেই ঢুকে গিয়েছে। আবার যদি চার জন বোলার খোঁজেন, দেখবেন তিন জনকে নিয়ে কোন প্রশ্নই উঠার সুযোগ নেই। আর এই টুর্নামেন্টে অলরাউন্ডারদের পারফরম্যান্স দেখে আমি হতাশ। কেউই নিজেদের তেমনভাবে মেলে ধরতে পারেনি। ’

হার্শা ভোগলের টুর্নামেন্ট সেরা একাদশ:  

শিখর ধাওয়ান, রোহিত শর্মা (অধিনায়ক), আম্বাতি রাইডু মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, রশিদ খান ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।