ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজে মুগ্ধ হামিদ মীর, শুভকামনা ফাইনালের জন্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
মোস্তাফিজে মুগ্ধ হামিদ মীর, শুভকামনা ফাইনালের জন্য

এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দান্ত খেলা মুগ্ধ করছে ক্রিকেটমোদীদের। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার বলেই ফেলেছেন, বাংলাদেশ যেভাবে খেলে ফাইনালে উঠেছে, তাতে ভারতের সঙ্গে ফাইনাল বেশ জমবে বলা যায়। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ফাইনালে ওঠা টাইগারদের খেলায় মুগ্ধ পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মীরও। বিশেষ করে তার মুগ্ধতা  মোস্তাফিজুর রহমানের প্রতি।

এশিয়া কাপের সুপার ফোরে গত ২৬ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ৩৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। ওই জয়ে বড় ভূমিকা রাখেন মোস্তাফিজুর রহমান।

তিনি একাই তুলে নেন ৪ উইকেট।

স্ক্রিনশটপাকিস্তানকে ফেরার টিকিট ধরিয়ে দিয়ে বাংলাদেশের ওই জয়ে মোস্তাফিজুর রহমানের একটি ছবি দিয়ে হামিদ মীর তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘দারুণ খেলেছো বাংলাদেশ, দুর্দান্ত বোলিং মোস্তাফিজুর রহমান। ’

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভারতের সঙ্গে শুরু হতে যাওয়া ফাইনালের জন্য শুভকামনা জানিয়ে পাকিস্তানের এই খ্যাতিমান সাংবাদিক আরও লেখেন, ‘এখন তবে এশিয়া কাপের ফাইনালের জন্য রেডি হয়ে যাও। শুভকামনা রইলো। ’

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।