ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘হৃদয় দিয়ে দেশের জন্য খেলো!’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
‘হৃদয় দিয়ে দেশের জন্য খেলো!’

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। দু’জনের খেলার এক মুহূর্তে ড্রেসিং রুমে থাকা মাশরাফিকে দেখা যায়, দুই ব্যাটসম্যানের দিকে তাকিয়ে কিছু একটা বলছেন।

দুই হাত প্রসারিত করে তিনি যেন বলছিলেন, লম্বা সময় ধরে খেলো। আর ব্যাজে আঙুল দেখিয়ে যেন দেশপ্রেমের সংকেত দিচ্ছিলেন।

বুকের বাঁ পাশে মুষ্টি চেপে যেন বোঝাতে চাইলেন হৃদয় থেকে খেলার কথা।

তার এই সংকেত পাওয়ার পর লিটন-মেহেদিকে আরও মনোযোগ দিয়ে খেলতে দেখা যায়। এই জুটির ব্যাটে আসে ১২০ রান।

অবশ্য, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে নামার আগেই মাশরাফি বলেছিলেন, খেলায় চমক থাকবে। টসে হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পরই দেখা যায় সেই চমক। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমে গেছেন মিরাজ। মাশরাফির এই চমক দারুণ কাজে দিয়েছে, তা বলাই যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।