ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টিএসসি যেন মিনি স্টেডিয়াম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
টিএসসি যেন মিনি স্টেডিয়াম টিএসসিতে বড় পর্দায় খেলা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বড় পর্দায় এশিয়া কাপে বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ দেখছেন শিক্ষার্থীরা। টাইগারদের সমর্থন যোগাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন এখানে। এতে সমর্থকদের বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে টিএসসি যেন মিনি স্টেডিয়ামে রূপ পেয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেল থেকে খেলা দেখার প্রস্তুতি নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সার্বিক ব্যবস্থাপনায় খেলাটি দেখানো হচ্ছে।

সন্ধ্যার পর থেকে টিএসসির পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ক্রীড়াপ্রেমী জনতার ভিড় বাড়তে থাকে। ফাইনালে টাইগারদের উড়ন্ত সূচনার পর চার-ছক্কার সঙ্গে পুরো টিএসসিজুড়ে গর্জন উঠছে টাইগার, টাইগার। একেকটি বাউন্ডারিতে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার। এরআগে দুইবার এশিয়া কাপের ফাইনালে গেলেও সামান্য ভুলে সাফল্য ধরা দেয়নি।

টিএসসিতে খেলা দেখতে আসা ঢাবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নাজমুল আলম বাংলানিউজকে বলেন, প্রত্যাশা করছি বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। বরাবরের মতো আমরা টিএসসিতে উচ্ছ্বাস করবো। এজন্য সবার সঙ্গে খেলা উপভোগ করতে আসা।

খেলা সম্পর্কে জানতে চাইলে মাহমুদুল ইসলাম নামের অপর এক শিক্ষার্থী বলেন, অনেকদিন পর বাংলাদেশের ওপেনিং জুটিতে ভালো সূচনা হয়েছে। আশা করছি বাকিরা ভালো করলে আজকে বাংলাদেশের স্বপ্নপূরণ হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের টিভিকক্ষেও খেলা দেখছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।