ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সিদ্ধান্ত লিটনের পক্ষে যাওয়া উচিত ছিল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
‘সিদ্ধান্ত লিটনের পক্ষে যাওয়া উচিত ছিল’ লিটন দাসের পা দাগে থাকলেও তাকে আউট দিয়ে দিলেন থার্ড আম্পায়ার রড টাকার

বাংলাদেশ ইনিংসের ৪১তম ওভারের শেষ বল। ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের গুগলিতে বিভ্রান্ত হলেন বাংলাদেশের সেঞ্চুরিয়ান লিটন দাস। বল হাতে নিয়েই স্ট্যাম্প ভেঙে দিলেন ভারতের উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারের সহায়তা চাইলে বারংবার রিপ্লে দেখে ‘বেনিফিট অব ডাউট’ থাকা সত্ত্বেও আউট দিয়ে দেন থার্ড আম্পায়ার রড টাকার।

ওই দুর্ভাগ্যজনক আউটে লিটনের ইনিংস শেষ হয় ১২১ রানে। বাংলাদেশও এরপর সব উইকেট হারিয়ে ২২২ রানে ইনিংস শেষ করে।

কিন্তু খেলার অবস্থার চেয়ে লিটনের ওই আউট নিয়েই শুরু হয় তুমুল বিতর্ক। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় উঠে ওই ইস্যুতে। লিটনকে আউট দেওয়ার আগেই ভাষ্যকাররাই ‘বেনিফিট অব ডাউট’ ব্যাটসম্যানের পক্ষে বললেও থার্ড আম্পায়ার অস্ট্রেলিয়ার রড টাকার আউট দিয়ে দিয়েছেন লিটনকে।

সঞ্জয় মাঞ্জরেকারলিটনের ওই আউটকে বিতর্কিত আখ্যা দিয়েছে এদেশী ও বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমও। তাছাড়া ইএসপিএনের ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারও বলেছেন বেনিফিট অব ডাউট ব্যাটসম্যানের পক্ষে যাওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘যে আউটের সিদ্ধান্ত নিতে বারবার রিপ্লে দেখতে হয়, সেটি ব্যাটসম্যানের পক্ষে না যাওয়া কিছুটা বিস্ময়কর। '

উল্লেখ্য, এই রড টাকার ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ বলে রিপোর্ট করেছিলেন। ওই রিপোর্টের পরও তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

এর আগে বাংলাদেশ-ভারতের মধ্যে ম্যাচে বাজে আম্পায়ারিং আলোচনায় এসেছিল। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে একাধিক সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।