ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের সর্বোচ্চ উইকেট, রানে তৃতীয় মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
মোস্তাফিজের সর্বোচ্চ উইকেট, রানে তৃতীয় মুশফিক বোলিংয়ে বাজিমাত করেছেন বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমান-ছবি: সংগৃহীত

অবশেষে এশিয়া কাপের ১৪তম আসরের পর্দা নামলো। তবে টানা দ্বিতীয় ও তৃতীয়বারের মতো ফাইনালে গিয়েও শিরোপা বঞ্চিত থাকতে হলো বাংলাদেশকে। দুবাইয়ে রোমাঞ্চকর শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত ইনিংসের শেষ বলে ৩ উইকেটের জয় তুলে নেয়।

শিরোপা ভারত জিতলেও ব্যাটে-বলে এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের দাপট অব্যাহত ছিল। যদিও রান সংগ্রহের তালিকায় শীর্ষ দুটি স্থান ভারতীয় ব্যাটসম্যানদেরই দখলে।

তবে চোট-আঘাত নিয়ে তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন টাইগার তারকা মুশফিকুর রহিম।

৫ ম্যাচ খেলে ৬৮.৪০ গড়ে দুটি সেঞ্চুরিসহ ৩৪২ রান করে শীর্ষ রান সংগ্রাহক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। সমান ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি নিয়ে ১০৫.৬৬ গড়ে দ্বিতীয় একই দলের অধিনায়ক রোহিত শর্মা।

৫ ম্যাচ খেলে ৩০২ রান করে তৃতীয়স্থান দখল করেছেন মুশফিকুর রহিম। ৬০.৪০ গড়ে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। টুর্নামেন্টে এক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস অবশ্য (১৪৪) তার ব্যাট থেকেই এসেছে। আর আরেক ম্যাচে করেছেন ৯৯ রান।

এছাড়া শীর্ষ পাঁচে ৫ ম্যাচ করে খেলা আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ (২৬৮) ও হাশমতউল্লাহ শহিদী (২৬৩) রয়েছেন।

এদিকে এই আসরে বোলিংয়ে বাজিমাত করেছেন বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমান। তিনি ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। অবশ্য ১০ উইকেট করে পেয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও ভারতের কুলদিপ যাদবও।

৫ ম্যাচে সবচেয়ে কম ১৭২ রান দিয়ে ৩.৭২ ইকোনোমিতে ১০ উইকেট নিয়ে তাই এ তালিকায় শীর্ষে রয়েছেন রশিদ। আর মোস্তাফিজ সমান ম্যাচে ৪.৪০ ইকোনোমিতে ১৮৫ রান দিয়ে দ্বিতীয়স্থানে আছেন। ৬ ম্যাচে ৪.০৮ ইকোনোমিতে ২৩৭ রান দিয়ে ১০ উইকেট পাওয়া যাদব তৃতীয়।

৪ ম্যাচে ৮ ও সমান ম্যাচে ৭ উইকেট নিয়ে যথাক্রমে চতুর্থ  ও পঞ্চম ভারতের জসপ্রিত বুমরাহ ও রবিন্দ্র জাদেজা।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।