ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে 'হ্যাটস অফ' জানাচ্ছেন শেবাগ-লক্ষণরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
বাংলাদেশকে 'হ্যাটস অফ' জানাচ্ছেন শেবাগ-লক্ষণরা শেবাগ-লক্ষণ

আরও একটি এশিয়া কাপের ফাইনাল, আরও একবার স্বপ্ন ভঙ্গ। পুরো ম্যাচে দারুণ পারফরম্যান্সের এমন বেদনাময় পরিসমাপ্তি টাইগারদের সমর্থকদের জন্য বহুদিনের কষ্টের উপলক্ষ হয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু মাশরাফিবাহিনীর বীরত্বের কথা ভুলে গেলে চলবে না। এই বীরত্ব ছুঁয়ে গেছে সমর্থক থেকে শুরু করে সাবেক অনেক ক্রিকেটারকেও। শেবাগ, লক্ষণ, কাইফের মতো ভারতের সাবেক ক্রিকেটাররাও টাইগারদের এই বীরত্বে মুগ্ধ।

দলের দুই প্রাণভোমরা সাকিব-তামিমের অনুপস্থিতি সত্ত্বেও মাত্র ২২২ রানের সংগ্রহ নিয়ে ভারতকে এশিয়া কাপের ফাইনালে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। জেতার জন্য ইনিংসের শেষ বলটি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রোহিত শর্মাদের।

 

বাংলাদেশ দলের এমন সাহসী ও লড়াকু মানসিকতায় মুগ্ধ সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ নিজের অফিসিয়াল টুইটারে লিখেছেন, ‘এত কাছে তবু কত দূরে, বাংলাদেশ। এশিয়া কাপের চাম্পিয়ন হওয়ায় ভারত দলকে অভিনন্দন। সাকিব এবং তামিমের অনুপস্থিতিতেও যেভাবে হার না মানা মানসিকতা ও উজ্জীবিত লড়াই উপহার দিয়েছে, সেজন্য বাংলাদেশকে টুপি খোলা অভিনন্দন। এই জয় সত্ত্বেও ভারতের আরও উন্নতির অনেক জায়গা আছে। আশা করি ওরা আরও করবে। ‘

বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণও। শেবাগের মতো বাংলাদেশকে টুপি খোলা শ্রদ্ধা জানিয়েছেন এই সাবেক ব্যাটসম্যানও।  

'এশিয়া কাপ জেতায় ভারতকে অভিনন্দন। সাকিব এবং তামিম না থাকা সত্ত্বেও বাংলাদেশ দৃঢ়চেতা মনোভাব দেখিয়ে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে এবং নিজেদের শেষ শক্তি দিয়ে লড়েছে এজন্য তাদের টুপি খোলা অভিনন্দন। '

ইএসপিএন চ্যানেলের ধারাভাষ্যকার হার্শা ভোগলেও বাংলাদেশের প্রশংসা করে টুইটারে লিখেছেন, 'খেলাকে গভীরে নেওয়ার জন্য বাংলাদেশ দারুণ খেলেছে। আর এজন্য অধিনায়ক (মাশরাফি) বড় কৃতিত্বের দাবীদার। বাংলাদেশ মাঝে খেই হারিয়ে ফেলেছিল, তাই এটাকে দারুণ ঘুরে দাঁড়ানো বলা যায়। '

ক্রিকইনফোর সিনিয়র সাব-এডিটর ও ক্রীড়া লেখক শশাঙ্ক কিশোর প্রশংসা করেছেন মাশরাফির নেতৃত্বের, 'এই যে মাশরাফি, ওনি একজন দারুণ প্রতিনিধি। দলকে উজ্জীবিত করছেন, প্রতিপক্ষকে সাধুবাদ জানাচ্ছেন এবং হাসিমুখে মাঠ ছেড়ে যাচ্ছেন। '

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।