ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে এবারের এনসিএল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে এবারের এনসিএল শুরু হচ্ছে এনসিএল। ছবি: সংগৃহীত

ঢাকা: বরাবরের মতো দ্বিস্তর বিশিষ্ট  হলেও এবারই  প্রথম ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রি‌কেট লিগ (এনসিএল)। প্রথম ইনিংসে ১২০ ওভারও এই আসর দিয়েই দেখবে দেশের লংগার ভার্সনের ক্রি‌কেটের সবচাইতে মর্যাদার এই টুর্নামেন্ট।

শনিবার( ২৯ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে  এতথ্য দেন  এনসিএল সচিব কাজী রাকিব হায়দার।

বলেন, ‘টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বতীতাপূর্ণ করে তুলতেই আমরা প্রথম ইনিংস ১২০ ওভারে করার সিদ্ধান্ত নিয়েছি।

এতে করে প্লেয়ারদের ভেতরে নেতিবাচক টুর্নামেন্ট নিয়ে নেতিবাচক ধ্যান ধারনাগুলোও দূর হবে। ’ 

অভিজ্ঞ ক্রি‌কেটার মোহাম্মদ শরীফও তাই বললেন। তিনি বলেন, ‘অবশ্যই। নতুন এই আইনে চিরাচরিত রান উৎসবের এই টুর্নামেন্ট নিয়ে ক্রি‌কেটারদের ম‌ধ্যে যে নেতিবাচক ধারণা থাকে সেগুলো আর থাকবে না বলে আমার মনে হয়  এবং নিঃসন্দেহে প্রতিদ্বদ্বিতা বাড়বে। ’

বলে রাখা ভাল ১ অক্টোবর থেকে দেশের ৮ টি ভেন্যুতে শুরু হবে ঘরোয়া ক্রি‌কেটের সবচাইতে বড় এই আসর। ভেনুগুলো হলো;  শেখ আবু নাসের স্টেডিয়াম খুলনা, শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম রাজশাহী,  শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া,   ক্রি‌কেট গার্ডেন রংপুর,  সিলেট আন্তর্জাতিক   ক্রি‌কেট স্টেডিয়াম, শেখ কামাল আন্তর্জাতিক ক্রি‌কেট স্টেডিয়াম কক্সবাজার, খান সাহেব ওসমান  আলী স্টেডিয়াম ফতুল্লা এবং বরিশাল জেলা স্টেডিয়াম।

২০১৮-২০১৯ মৌসুমের ফিক্সার অনুযায়ী ১ অক্টোবর  রাজশাহীতে  নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনা বিভাগের মুখোমুখি হবে টায়ার টু থেকে টায়ার ওয়ানে উন্নীত দল রাজশাহী বিভাগ।   শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর বিভাগকে মোকাবেলা করবে বরিশাল বিভাগ।

গেল মৌসুম রেলিগেশনে যাওয়া ঢাকা বিভাগ তাদের মৌসুম শুরু করবে ফতুল্লায় চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই দিন সিলেট বিভাগের  বিপক্ষে নামবে ঢাকা মে‌ট্রো।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।