ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বল টেম্পারিংয়ে আসছে বড় শাস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
বল টেম্পারিংয়ে আসছে বড় শাস্তি বল টেম্পারিংয়ে আসছে বড় শাস্তি। ছবি: সংগৃহীত

কেপটাউন টেস্টে অস্ট্রেলিয় ক্রিকেটারদের বল বিকৃতি কাণ্ড বেশ ভালোই শিক্ষা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। তাই তো এবার বল বিকৃতিতে আরও কঠোর হল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আগে বলের আকার পরিবর্তন করলে আইসিসির নিয়ম অনুযায়ী সেটিকে লেভেল দুই অপরাধ ধরা হত। এই অপরাধের জন্য ৮ ডিমেরিট পয়েন্ট দেওয়া হত ক্রিকেটারদের।

কিন্তু এই শাস্তি এবার বেড়ে পায় দ্বিগুণ হচ্ছে।

বল টেম্পারিং অপরাধকে আইসিসি এবার লেভেল তিন অপরাধ বলে গন্য করবে। এই অপরাধে অপরাধীকে ১২ ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। এর পাশাপাশি ৬টি টেস্ট বা ১২টি সীমিত ওভারের ম্যাচে নিষিদ্ধ থাকবে ওই ক্রিকেটার।
 
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে বল বিকৃতির অপরাধের এই শাস্তি কার্যকর করা হবে বলে তাদের ওয়েবসাইটে জানিয়েছে আইসিসি।  

এছাড়া মাঠে অসভ্য আচরণ কিংবা আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়ালেও কঠিন শাস্তির নিয়ম করেছে আইসিসি৷ সেই সঙ্গে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতেও আসছে পরিবর্তন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।