ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ছেলে সন্তানের বাবা হলেন তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
ছেলে সন্তানের বাবা হলেন তাসকিন তাসকিনের শেয়ার করা ছবিটি

ঢাকা: ছেলে সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। রাজধানীর স্কোয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তাসকিনের স্ত্রী সাইদা রাবেয়া নাইমা। 

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন তাসকিন নিজেই।

বাংলানিউজকে তাসকিন বলেন, আলহামদুলিল্লাহ! ছেলে সন্তানের বাবা হয়েছি।

খুব খুশি লাগছে। মা ও ছেলে দু’জনেই ভালো আছে। আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

এর আগে ওই ডানহাতি পেসার তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ছবি শেয়ার করেন।

ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন তাসকিনের স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমা এবং তিনি আগলে রেখেছেন একটি নবজাতককে। সামনে রয়েছেন তাসকিন নিজে। ছবিটি তাসকিনই তুলেছেন বোঝা যাচ্ছে।

শেয়ার করা ওই ছবির ক্যাপশনে তাসকিন শুধু লিখেছেন- আলহামদুলিল্লাহ!

২০১৭ সালের ৩১ অক্টোবর হঠাৎ করেই দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এমকেএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।