ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পুত্র সন্তানের বাবা হলেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
পুত্র সন্তানের বাবা হলেন ইমরুল কায়েস ইমরুলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি

কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা বাবা হলেন। তাসকিন আহমেদের পর এবার পুত্র সন্তানের মুখ দেখলেন ইমরুল কায়েস। বাঁহাতি এ ব্যাটসম্যানের এটিই প্রথম সন্তান।

এশিয়া কাপ শেষে দেশে ফিরে সুসংবাদ পান ইমরুল। রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৪ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন ইমরুলের স্ত্রী রুবাইয়া ইসলাম।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী ও পুত্রের সাথে ছবি পোস্ট করেন ইমরুল। ছবিতে দেখা যায় নবজাত শিশুকে পাশে নিয়ে শুয়ে আছেন ইমরুলের স্ত্রী রুবাইয়া। পাশেই দাঁড়িয়ে আছেন ইমরুল।

ইমরুলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রথমে একটি ছবিতে ক্যাপশনে লিখা ‘আলহামদুলিল্লাহ’। আর অন্য একটি পোস্টে দুটি ছবি দিয়ে ক্যাপশনে এডমিন লিখে, আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলেন কায়েস ভাই। ভাইয়ের স্ত্রী ও সন্তান ভাল আছে। সবাই দোয়া করবেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।