ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-মোস্তাফিজের উন্নতি, তামিমের অবনতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
মুশফিক-মোস্তাফিজের উন্নতি, তামিমের অবনতি মোস্তাফিজ ও মুশফিক। ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে শুধু শিরোপাটাই ছোঁয়া হয়নি বাংলাদেশের। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজেদের প্রমানে পিছ পা হননি টাইগাররা। আর তারই পুরস্কার পেয়েছেন তারা। এশিয়া কাপ শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হালনাগাদ করেছে তাদের ওয়ানডে র‍্যাংকিং। সেখানেই ব্যাট হাতে এগিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও বল হাতে মোস্তাফিজুর রহমান।

এশিয়া কাপ শুরুর আগে ব্যাটসম্যানদের মধ্যে ২২ নম্বরে ছিলেন মুশফিক। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিতে করেন ৩০২ রান।

আর এতে এগিয়ে যান ছয় ধাপ। বর্তমানে র‍্যাংকিংয়ে তার অবস্থান ১৬ নম্বরে। রেটিং পয়েন্ট ৭০২।  

কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া তামিম ইকবাল পিছিয়ে গেছেন দুই ধাপ। ১২ থেকে নেমে ১৪তম স্থানে অবস্থান করছেন তিনি। তবুও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে অবস্থান তামিমের।

যথারীতি ব্যাটিংয়ের শীর্ষে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দুই ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন এশিয়া কাপে ভারতের নেতৃত্বে থাকা রোহিত শর্মা।  

আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজ। টুর্নামেন্টে সব মিলিয়ে ৫ ম্যাচে ১০ উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন মোস্তাফিজ।

এশিয়া কাপ জুড়ে দারুণ পারফরম্যান্সে বোলারদের র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ। ক্যারিয়ার সেরা ৬৫১ রেটিং নিয়ে তিনি অবস্থান করছেন র‍্যাংকিংয়ের ১২ নম্বর স্থানে। বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থান রয়েছে জাসপ্রিত বুমরাহর দখলে, দুইয়ে রয়েছেন আফগান লেগি রশিদ খান।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।