ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে টাইগার যুবাদের জয়ে ফেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
পাকিস্তানকে হারিয়ে টাইগার যুবাদের জয়ে ফেরা পাকিস্তানকে হারিয়ে টাইগার যুবাদের জয়ে ফেরা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টে পাকিস্তানকে ৩ উইকেটে হারালো বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এ ম্যাচ জয়ে এক কথায় স্বস্তিতে ফিরলো টাইগার তরুণরা।

গ্রুপ ‘বি’তে পাকিস্তানের দেওয়া ১৮৮ রানের টার্গেটে ৭ উইকেট হারিয়ে ও ১৭ বল বাকি থাকতে তৌহিদ হৃদয়ের নেতৃত্বে দলটি ১৯১ করে জয় পায়।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শামীম হোসেনের ৬৫ রানের সুবাদে জয় উদযাপন করে স্বাগতিকরা।

১০৫ বলে ৫টি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজিয়ে রিটায়ার্ড হার্ট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ বলে ৫৮ রান করেন প্রান্তিক নওরোজ নাবিল।

পাকিস্তানি বোলারদের মধ্যে ৩টি উইকটে পান মুহাম্মদ মুসা। পাকিস্তানকে হারিয়ে টাইগার যুবাদের জয়ে ফেরা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমটসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। সর্বোচ্চ ৫৮ বলে ৬৭ করেন ওয়াকার আহমেদ। ৪৯ রান আসে সাইম আইয়ুবের ব্যাট থেকে।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৩টি উইকেট তুলে নেন রিশাদ হোসেন। দুটি উইকেট পান শরিফুল ইসলাম। আর একটি করে উইকেট লাভ করেন মৃত্যুঞ্জয়ী চক্রবর্তী, অভিষেক দাশ ও রাকিবুল হাসান।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।