ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু ১৫ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
মাশরাফিদের জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু ১৫ অক্টোবর কোচ স্টিভ রোডসের সঙ্গে মাশরাফি-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে ১৫ অক্টোবর থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। ৬ দিনের এই অনুশীলন ক্যাম্প চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র সোমবার (১ অক্টোবর) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছে।

সূত্রমতে, ‘এশিয়া কাপে টানা ম্যাচ খেলে ক্লান্ত ক্রিকেটারদের বিশ্রামের ব্যাপারটি মাথায় রেখেই এ মাসের ১৫ তারিখ থেকে ক্যাম্পের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাছাড়া দলে বেশ কয়েকটি ইনজুরি ইস্যু আছে। সাকিব, তামিমের বাইরে মুশফিকের পাঁজরের ব্যথা, মাশরাফির আঙুলে ব্যথা, মাহমুদউল্লাহ’র কাঁধে ব্যথা আছে। এই ক’টা দিন বিশ্রাম পেলে পরবর্তী সিরিজটি ওরা বেশ স্বতঃস্ফুর্তভাবে খেলতে পারবে। ’

‘তাছাড়া জিম্বাবুয়ে সিরিজটিই তো আর শেষ নয়। বরং আমি বলবো ওদের ব্যস্ততার শুরু হবে মাত্র। কেননা জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ শেষ হতে না হতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আপনারা জানেন বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শেষ হবে ১৫ নভেম্বর,  ওইদিনই ওয়েস্ট ইন্ডিজ আসবে। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টির সিরিজটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এক সপ্তাহ পরে অর্থাৎ জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-বিপিএল শুরু। বিপিএলে পর্দা নামতে না নামতেই ফেব্রুয়ারিতে টিম চলে যাবে নিউজিল্যান্ডে। সেখান থেকে ফিরে তিন সপ্তাহের বিশ্রাম পাবে। এরপর মে মাসে আয়ারল্যান্ড সিরিজ এবং তার পরেই বিশ্বকাপ। এতগুলো ম্যাচের আগে ওদের এই বিশ্রাম টুকু না দিলেই নয়। ’

উল্লেখ্য, তৃতীয়বারের মতো এশিয়া কাপে রানারআপ হয়ে গেল ২৯ সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই মোতাবেক জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের আগে ১৬ দিনের বিশ্রাম পাচ্ছেন মাশরাফিরা। এরপর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হবে তাদের ব্যস্ততম মৌসুম।

স্বাগতিক টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে  আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। বাংলাদেশে পৌঁছে ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দু'দল।

এরপর ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট  স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ও সফরকারীরা। সিরিজের শেষ দুটি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচই দিবা রা‌ত্রির।

ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আনন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই নয়োনাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। দ্বিতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর  মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।