ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি দিয়ে মৌসুম শুরু তুষার-আরিফুলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
সেঞ্চুরি দিয়ে মৌসুম শুরু তুষার-আরিফুলের সেঞ্চুরি করে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরু করলেন খুলনার রান মেশিন তুষার ইমরান

ঢাকা: সেঞ্চুরি করে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরু করলেন খুলনার রান মেশিন তুষার ইমরান ও রংপুরের আরিফুল হক। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ২০১৮-১৯ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে তুষারের ১০৪ রানে ভর করে প্রথম ইনিংসে সবক’টি উইকেটের বিনিময়ে ২১০ রানের সংগ্রহ পায় খুলনা বিভাগ।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অপর ম্যাচে আরিফুল হকের অপরাজিত ১১৭ ও নাইম ইসলামের ৯২ রানের ইনিংসে প্রথম দিন শেষে ৫ উইকেটের বিনিময়ে বরিশাল বিভাগের বিপক্ষে ৩০০ রানের সংগ্রহ পেয়েছে রংপুর বিভাগ।

সোমবার (১ অক্টোবর) টস জয়ী খুলনার হয়ে তুষারের সেঞ্চুরির দিনে বল হাতে ঝলক দেখিয়েছেন প্রতিপক্ষ রাজশাহী বিভাগের পেসার শফিউল ইসলাম।

১২তম ওভার বল করে ৪৩ রানের বিনিময়ে পেয়েছেন ৫ উইকেট। তার পেস তোপ সামলাতে না পেরে ওপেনার রবিউল ইসলাম রবি ফিরেছেন ৩ রানে, টপ অর্ডারের আফিফ হোসেন ধ্রুব শূন্য, মিডল অর্ডার নুরুল হাসান সোহান ৪, মেহেদি ৭ ও সৌম্য সরকার ব্যক্তিগত ১৩ ইনিংসের সমাপ্তি টানতে বাধ্য হয়েছেন।

বাকি ৫ উইকেটের ২টি করে পেয়েছেন দেলোয়ার হোসেন ও সানজামুল ইসলাম। অপর উইকেট শিকারি ফরহাদ রেজা। ওপেনার আনামুল হক বিজয়কে ২৬ রানে জহুরুল ইসলামের ক্যাচে পরিণত করেছেন ফরহাদ তবে রাজশাহীর বড় শিকারি ছিলেন দেলোয়ার। সেঞ্চুরি হাঁকানো তুষার ইমরান তার বলেই ১০৪ রানে জহুরুল ইসলামের গ্লাভসবন্দি হয়েছেন। ইনিংসটি খেলতে তুষার ৪ মেরেছেন ১৪টি ও ৬ দুটি।

দেলোয়ারের অপর শিকারি ছিলেন অলরান্ডার জিয়াউর রহমান (১)। আর সানজামুলের শিকার ছিলেন নাহিদুল ইসলাম (২৬) ও আল-আমিন হোসেন (০)।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মিজানুর রহমানের ৭৪ ও নাজমুল হোসেনর শান্তর ৪৬ রানে ১ ‍উইকেট খরচায় ১২২ নিয়ে দিন শেষে করেছে রাজশাহী।  উইকেটটির শিকারি আফিফ হোসেন ধ্রুব। দিন শেষে মিজানুরের সঙ্গে ১ রানে অপরাজিত আছেন জুনাইদ সিদ্দিক।

এদিকে দিনের অপর ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে আরিফুল হকের ১১৭, নাইম ইসলামের ৯২ ও জাহিদ জাবেদের ৬২ রানে ৫ উইকেটের বিনিময়ে দিন শেষে ৩০০ রান সংগ্রহ করেছে রংপুর বিভাগ।

বরিশালের হয়ে বল হাতে সোহাগ গাজী ২টি, কামরুল ইসলাম রাব্বি, সালমান হোসেন ইমন ও মনির হোসেন খান ১টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।