ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুরের হয়ে আরিফুলের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
রংপুরের হয়ে আরিফুলের ডাবল সেঞ্চুরি রংপুরের হয়ে আরিফুলের ডাবল সেঞ্চুরি-ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিন নিজের সেঞ্চুরিকে ডাবলে রূপান্তরিত করলেন আরিফুল হক। তার অপরাজিত ইনিংসের ওপর ভর করেই বরিশাল বিভাগের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে রংপুর বিভাগ।

জাতীয় লিগের চার দিনের এ ম্যাচে সোমবার (০১ অক্টোবর) বগুরার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর ও বরিশাল। যেখানে টসে হেরে প্রথমে ব্যাটিং পায় রংপুর।

 

ব্যাটিংয়ে নেমে প্রথম দিনই ৩০০ রানের স্কোর গড়ে ফেলে রংপুর। সেঞ্চুরি করে ১১৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন আরিফুল হক। এটি তার প্রথম শ্রেণি ক্যারিয়ারে ৮ম সেঞ্চুরি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় দিন ১৩৯ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৪৭৩ রান করেছে। ৩০৬ বলে ১৯টি চার ও ৩টি ছক্কায় ২০৬ রানে অপরাজিত আছেন আরিফুল।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।