ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নারীদের প্রথম টি-২০ ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
নারীদের প্রথম টি-২০ ম্যাচ পরিত্যক্ত ছবি: সংগৃহীত

পাকিস্তান নারীদের বিপক্ষে বাংলাদেশ নারীদের ঘরের মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। গত একদিন ধরে টানা বৃষ্টির কারণে মাঠ খেলার ‍ অনুপযুক্ত হওয়ায় এদিন একটি বলও মাঠে গড়ায়নি। ফলে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল দু’দলের।

চার ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়টি ৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

৫ ও ৬ অক্টোবর যথাক্রমে তৃতীয় ও চতুর্থটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী ১০ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তান নারীরা একমাত্র ওয়ানডেতে মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।