ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিটনকে আইকন ক্রিকেটার করল সিলেট সিক্সার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
লিটনকে আইকন ক্রিকেটার করল সিলেট সিক্সার্স লিটন কুমার দাস। ফাইল ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ২৪

খারাপ সময় অনেকেরই আসে। বিশেষ করে ক্রিকেটে যেন এর কোনো বিকল্পই নেই। তেমনি খারাপ সময় পার হয়ে যেন ভালো সময়ে প্রবেশ করেছেন বাংলাদেশ ক্রিকেটের নতুন ওপেনিং ভরসা লিটন দাস।

সব শেষ কয়েক ম্যাচে খুব একটা ভালো রান না আসলেও এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করে নিজের যোগ্যতা প্রমাণ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এবার পেলেন আরও একটি সুখবর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের আইকন ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে লিটনকে।

হিসেব অনুযায়ী বছরের অক্টোবর বা নভেম্বরে মাঠে গড়ায় বিপিএল। কিন্তু জাতীয় সংসদের নির্বাচনের কারণে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই টুর্নামেন্টটি নিয়ে যাওয়া হয়েছে আগামী বছরের ৫ জানুয়ারি।

দলের আইকন ক্রিকেটার হিসেবে লিটন দাসকে নির্বাচনের কথা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে নিশ্চিত করে সিলেট।

বিপিএলের ষষ্ঠ আসরে ৭ জন আইকন ক্রিকেটার নিশ্চিত করা হয়েছে। তারা হলেন - মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।

এদের মধ্যে মুশফিক ও মোস্তাফিজ একই সঙ্গে রাজশাহীর হয়ে খেলেছেন গেল আসরে। তবে এবার মোস্তাফিজকে আইকন করে মুশফিককে ছেড়ে দেয় রাজশাহী।

এছাড়া মাশরাফিকে ধরে রেখেছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সাকিবকে ঢাকা ডায়নামাইটস, তামিমকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর মাহমুদউল্লাহকে ধরে রেখেছে খুলনা টাইটান্স।

সিলেটের সামনে লিটন ও মুশফিকের মধ্য থেকে বেছে নেওয়ার সুযোগ ছিল। সেক্ষেত্রে সিলেট লিটনকে বেছে নেওয়ায়, থেকে যান মুশফিক।

আসন্ন বিপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে চিটাগং ভাইকিংস। তাই এখন পর্যন্ত ৬ জন আইকন ক্রিকেটার নির্ধারন হয়েছে। যদি দলটি আবার ফিরে আসে, সেক্ষেত্রে তাদের আইকন ক্রিকেটার হবেন মুশফিক রহিম।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।