ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন ক্যারিবীয় টর্নেডো থাকছেন ঢাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
তিন ক্যারিবীয় টর্নেডো থাকছেন ঢাকায় গত মৌসুমের ঢাকা ডায়নামাইটস দল-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিপিএলের ষষ্ঠ আসরের জন্য আগের আসরের তিন টর্নেডো ব্যাটসম্যানকে দলে রেখে দিয়েছে ঢাকা ডায়নামাইটস। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, সুনিল নারাইন ও রোভম্যান পাওয়েল। আইকন সাকিব আল হাসান তো থাকছেনই।

বিপিএলের নতুন নিয়মে এই চার ক্রি‌কেটারকে রিটেইন করেছে তিন আসরের চ্যাম্পিয়ন ঢাকা।

এদিকে সিলেট সিক্সার্স রিটেইন করেছে সাব্বির রহমান রুম্মন, নাসির হোসাইন ও সোহেল তানভীরকে।

চতুর্থ প্লেয়ার বা আইকন হিসেবে দলটি লিটন দাসকে নিয়েছে।

টুর্নামেন্টের অপর দল খুলনা টাইটান্স রিটেইন করেছে মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কার্লোস ব্রাথওয়েটকে। তবে চতুর্থ ক্রি‌কেটারের নাম এখনও জানা যায়নি।

২০১৯ সালের ৫ জানুয়ারি শুরু হবে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রি‌কেটের সবচাইতে জাঁকজমকপূর্ণ বিপিএলের ৬ষ্ঠ আসর। প্রাথমিকভাবে অক্টোবরে শুরুর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিছিয়ে দেয়া হয়।

টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।