ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় রনির ক্যারিয়ার সেরা ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
ফতুল্লায় রনির ক্যারিয়ার সেরা ডাবল সেঞ্চুরি রনির ক্যারিয়ার সেরা ডাবল সেঞ্চুরি-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথম ইনিংসে করেছিলেন দলীয় সর্বোচ্চ ৫৯ রান। তবে দ্বিতীয় ইনিংসে নিজের আগের প্রথম শ্রেণির সর্বোচ্চ রানের গণ্ডি পেরিয়ে গেলেন। খেললেন ২২৮ রানের ঝলমলে অপরাজিত এক ইনিংস। তার ডাবল সেঞ্চুরির ওপর ভর করেই ফতুল্লায় তৃতীয় দিন চট্টগ্রাম বিভাগকে ৪৮২ রানের বিশাল টার্গেট দিল ঢাকা বিভাগ।

রনির আগের সর্বোচ্চ ইনিংস ছিল ২২৭ রান।

দ্বিতীয় দিন বরাবর ১০০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রনি।

আর তৃতীয় দিন এসে বাজিমাত করে দিলেন। দারুণ স্ট্রাইক রেট রেখে ২৫২ বলে ১৮টি চার ও ৭টি ছক্কায় করেন ২২৮ রান। সেঞ্চুরির দেখা পেয়েছেন আব্দুল মজিদ-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিকে রনির ডাবল সেঞ্চুরির দিনে তিন অঙ্কের দেখা পেয়েছেন আব্দুল মজিদ। এ দু’জন মিলে ওপেনিং জুটিতে করেছেন ৩৫০ রান। মজিদ ২৮৮ বলে ১৪টি চার ও ২টি ছক্কায় ১৩২ করে জুবায়ের হোসেন লিখনের বলে মাঠ ছাড়েন। এক উইকেট হারিয়ে ৩৮৫ রান করা ঢাকা শেষ পর্যন্ত ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে দলটি ২৩৮ রান করেছিল। মজিদের সঙ্গে ৩৫০ রানের জুটি গড়েছেন রনি-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমজবাবে চট্টগ্রাম প্রথম ইনিংসে ১৪২ রানে গুটিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৪ রান করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।