ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতেও ডাবল সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
টি-টোয়েন্টিতেও ডাবল সেঞ্চুরি! ফ্রেডরিক বোয়ের-ছবি: সংগৃহীত

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি এখন খুব একটা চমক জাগায় না। কারণ, শচীন টেন্ডুলকারের রেকর্ড গড়া প্রথমের পর এখন পর্যন্ত আটটি দ্বি শতক হয়েছে ওয়ানডে ক্রিকেটে। কিন্তু সেটা যদি হয় টি-টোয়েন্টিতে! মাত্র ২০ ওভারের এই সংস্করণেও ডাবল সেঞ্চুরি করার মতো অসম্ভব কাজটি করেছেন কে জানেন? অবাক করার মতো এমন এক কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার এক অন্ধ ক্রিকেটার।

গত মঙ্গলবার (২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার ব্লাইন্ড ক্রিকেট ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বোল্যান্ডের হয়ে ফ্রি স্টেটের বিপক্ষে এই কীর্তি গড়েছেন ফ্রেডরিক বোয়ের।

২০৫ রানের ইনিংস খেলার পথে দৃষ্টিশক্তিহীন এই ব্যাটসম্যান মাত্র ৭৮ বল খেলে ২৬৩ স্ট্রাইক রেটে ৩৯টি চার আর ৪ ছক্কা মেরেছেন।

২০৫ রানের ১৮০ রানই এসেছে বাউন্ডারি থেকে, গড়ে ৮৭.৮০%!

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে শেফার্ড ম্যাঞ্জাবার (৫৩ বলে ৯৭ রান) সঙ্গে ওপেনিং জুটিতে ৩১৯ রান তোলেন বোয়ের। শেষ বলে রান আউট হয়ে ফেরেন এই ব্যাটসম্যান। জবাবে ৬ উইকেটে ১৫৫ রান তুলে ১৬৪ রানে হেরে যায় ফ্রি স্টেট।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।