ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টিম মিটিংয়ে আনুশকা, সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
টিম মিটিংয়ে আনুশকা, সমালোচনার ঝড় ভারতীয় দলের সঙ্গে আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন ভারতীয় বিস্ময় বালক পৃথ্বী শ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বেশ ভালো অবস্থানেই আছে ভারত। কিন্তু এত কিছুর পরও স্বস্তি নেই ভারতীয় ক্রিকেটে। আর এই অস্বস্তির কারণ আর কেউ নন, তিনি অধিনায়ক বিরাট কোহলির অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মা।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, প্রায় সময়ই আনুশকা শর্মা ভারতীয় দলের ড্রেসিংরুমে দীর্ঘক্ষণ সময় কাটান। কিন্তু তার এই উপস্থিতি অনেক ক্রিকেটারই স্বাভাবিকভাবে নিতে পারেন না।

অনেকেই অভিযোগ করেছেন ‘প্রাইভেসি’ নষ্ট হচ্ছে তাদের।

তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অবশ্য এমন অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের দাবি, স্বামীর খেলা দেখতে আনুশকা গ্যালারিতে উপস্থিত থাকলেও ড্রেসিং রুমে যান না।

এ পর্যন্ত থাকলে আলোচনা বেশি দূর গড়াত না। তবে আনুশকার বিরুদ্ধে নতুন অভিযোগ, তিনি টিম মিটিংয়েও নাক গলান। আর তা স্বীকার করেন বিসিসিআইয়ের কর্মকর্তাও। এ নিয়ে কোহলিকে জবাবদিহিতে ডাকা হোক বলেও অনেকের দাবি।

এর আগে সর্বশেষ ইংল্যান্ড সিরিজেই দ্বিতীয় টেস্টের আগে ভারত জাতীয় ক্রিকেট দলের সঙ্গে লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েও বেশ সমালোচনায় পড়তে হয় আনুশকাকে। জাতীয় দলের সঙ্গে একমাত্র বাইরের মানুষ হিসেবে তিনিই উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে সে সময় সমর্থকদের তোপের মুখেই পড়েছিলেন কোহলিপত্নী।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।