ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সিদ্ধান্ত বদলালো চিটাগং ভাইকিংস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
সিদ্ধান্ত বদলালো চিটাগং ভাইকিংস চিটাগং ভাইকিংস। ছবি: বাংলানিউজ

ঢাকা: সিদ্ধান্ত বদলে বিপিএলের ষষ্ঠ আসরে অংশ নিচ্ছে চিটাগং ভাইকিংস। বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুরোধে বন্দর নগরীর দলটি আগের অবস্থান থেকে সরে এসেছে।

এর আগে গেল সপ্তাহে  ই-মেইলের মাধ্যমে টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কথা জানায় ভাইকিংস ম্যানেজমেন্ট।  এমন সিদ্ধান্তের পর দলের স্বত্বাধিকারীর দেশে ফেরার অপেক্ষায় ছিল বিপিএল গভর্নিং  কাউন্সিল।

গত বুধবার তিনি দেশে ফিরে গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলে বিপিএলে নিজেদের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেন এবং টুর্নামেন্টে তাদের রিটেইনি প্লেয়ারদের তালিকা  বিসিবিতে জমা দেয়।

ষষ্ঠ আসরের জন্য দলটির রিটেইনিদের তালিকায় আছেন; বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম, জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা, আফগান মিডল অর্ডার নজিবুল্লাহ জাদরান এবং কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রঞ্চি।

বিসিবি সুত্র জানায়, ‘ভাইকিংস আগের আসরের চার প্লেয়ারের তালিকা জমা দিয়েছে। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের সময়টি সঠিক ছিল না। আপনারা জানেন  ষষ্ঠ আসরের জন্য বাকি দলগুলো ই‌তোম‌ধ্যেই তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা দলের স্বত্বাধীকারীদের সঙ্গে আলোচনার পরে তারা জানিয়েছে যে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮ 
এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।