ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনন্য রেকর্ড ছুঁলেন কুলদীপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
অনন্য রেকর্ড ছুঁলেন কুলদীপ কুলদীপ যাদব। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের সেরা ব্যবধানে হারিয়েছে ভারত। রাজকোটে শনিবার (৬ অক্টোবর) সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস ও ২৭২ রানের ব্যবধানে হারানোর দিনে ভারতীয় বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও ছুঁয়ে ফেললেন অনন্য এক রেকর্ড।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট নেন কুলদীপ । টেস্ট ক্যারিয়ারে এটিই তার এক ইনিংসে ৫ উইকেট নেওয়া।

কিন্তু তাতেই নাম লিখিয়ে ফেললেন এক বিশেষ তালিকায়।

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেও এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ। তাই ক্রিকেটের তিন ফরম্যাটেই পাঁচ উইকেট নেয়া ৭ম বোলার হলেন তিনি।

তার আগে এই তালিকায় আছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের টিম সাউদি, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, পাকিস্তানের উমর গুল ও ভারতের ভুবেনশ্বর কুমার।

২৩ বছর বয়সি এ চায়নাম্যান নিজের তৃতীয় টেস্টে ৫ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন। এর আগে ২৯ ওয়ানডে এবং ১২ টি-টোয়েন্টি খেলেছেন কুলদীপ। ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৬ উইকেট ও ইংল্যান্ডের বিপক্ষেই ৫ উইকেট নেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এমকএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।