ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ারের শেষ ম্যাচে গেইলের সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
ক্যারিয়ারের শেষ ম্যাচে গেইলের সেঞ্চুরি! ম্যাচের শুরু দু’দলের ক্রিকেটাররা গেইলকে গার্ড অব অর্নার প্রদর্শন করেন-ছবি: সংগৃহীত

কিংবদন্তি শেষ করলেন তার নিজস্ব স্টাইলেই। নিজের ঘরোয়া দল জ্যামাইকার হয়ে লিস্ট ‘এ’ (৫০ ওভারের ম্যাচ) ক্যারিয়ারের শেষ ম্যাচে সেঞ্চুরি উদযাপন করলেন ক্রিস গেইল। খেলেন ১২২ রানের ঝলমলে এক ইনিংস।

ক্যারিবীয় রিজিওনাল সুপার ৫০ ক্ল্যাশে কেনিংসটন ওভালে বার্বাডোজের মুখোমুখি হয় জ্যামাইকা। আর সেখানেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান গেইল।

গেইলের সেঞ্চুরির ওপর ভর করে তার দল জ্যামাইকাও ৩৩ রানে জয় পায়। ১১৪ বলে এই দানব ব্যাটসম্যান ১০টি চার ও ৮টি ছক্কায় নিজের ইনিংস সাজান। জ্যামাইকার ২২৬ রানের জবাবে ১৯৩ রানে গুটিয়ে যায় বার্বাডোজ।

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া গেইল এদিন ১০ ওভার বল করে মাত্র ৩১ রানে একটি উইকেটও তুলে নেন।

এর আগে ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘোষণা দেওয়ায় ম্যাচের শুরু দু’দলের ক্রিকেটাররা তাকে গার্ড অব অর্নার প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।