ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

নিজের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
নিজের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন তাসকিন ছেলে ও স্ত্রীর সঙ্গে তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

ভক্ত-সমর্থকদের আনন্দে ভাসিয়ে গেল মাসের ২৯ তারিখে ছেলে সন্তানের বাবা হন বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ। রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তাসকিনের স্ত্রী সাইদা রাবেয়া নাইমা। জুনিয়র তাসকিনের নামও রেখেছেন নিজের নামের সঙ্গে মিলিয়ে। 

পারিবারিক এক সূত্র বাংলানিউজকে জানায়, ডানহাতি ফাস্ট বোলার তাসকিনের সদ্য জন্ম নেওয়া ছেলের নাম রাখা হয়েছে 'তাশফিন আহমেদ রিহান'।  
  
পেশার খাতিরে বর্তমানে দেশের বাইরে আছেন সদ্যই বাবা হওয়া তাসকিন।

২৯ সেপ্টেম্বর ছেলের জন্মের মাত্র ২ দিন পর অর্থাৎ ২ অক্টোবরই প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে অংশ নিতে দেশ ছাড়েন তাসকিন।

বর্তমানে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন তিনি। লিগে কান্দাহার নাইটসের দলভুক্ত হয়েছেন তাসকিন।  
  
২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।