ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরু হচ্ছে এনসিএলের দ্বিতীয় রাউন্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
শুরু হচ্ছে এনসিএলের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে এনসিএলের দ্বিতীয় রাউন্ড। ছবি: বাংলানিউজ

ঢাকা:  জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ড শেষ হয়েছে সেঞ্চুরির মিছিল ও রান বন্যায়। ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ে প্রথম রাউন্ডে আসে মোট ১১টি সেঞ্চুরি ও দুটি ডাবল সেঞ্চুরি। তবে ফলাফল আসে মাত্র দ্বিতীয় স্তরের দুটি ম্যাচে। ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগ জয় পায়। অপরদিকে  প্রথম স্তরের দুই ম্যাচই হয় ড্র।

সোমবার (৮ অক্টোবর) দেশের চার ভেন্যুতে গড়াবে এনসিএলের দ্বিতীয় রাউন্ড। প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হবে স্বাগতিক রাজশাহী বিভাগ।

 অপর ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালকে  আতিথ্য দেবে স্বাগতিক খুলনা বিভাগ।  

প্রথম রাউন্ডের সর্বোচ্চ উইকেটের মালিক শাহাদাৎ হোসেন।                                          ছবি: বাংলানিউজ

অপরদিকে দ্বিতীয় স্তরের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লড়বে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো। কক্সবাজারে সিলেট ও চট্টগ্রাম বিভাগ পরস্পরের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে ৪.৮ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাজশাহী বিভাগ। দ্বিতীয় স্থানে থাকা বরিশালের পয়েন্ট ৩.২। রংপুর ২.৭৩, খুলনা ২.৫ পয়েন্ট সংগ্রহ করে। দ্বিতীয় স্তরে সর্বোচ্চ ১০.৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঢাকা মেট্রো। ঢাকা বিভাগের সংগ্রহ ৯.৫ পয়েন্ট। চট্টগ্রাম ১.৫ ও সবচেয়ে কম ০.৫ পয়েন্ট নিয়ে তলানীতে আছে সিলেট।

প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি করেন রংপুরের আরিফুল হক ও ঢাকা বিভাগের রনি তালুকদার। তবে সর্বোচ্চ ২৩১ রান নিয়ে ব্যাটসম্যানদের শীর্ষে আরিফুল। প্রথম রাউন্ডে সংগ্রাম করতে হয়েছে বোলারদের। তাদের মাঝেই সর্বোচ্চ আট উইকেট নিয়ে সেরা পেসার শাহাদাত হোসেন রাজীব।  

দুবাই থেকে ফিরেই জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার সরাসরি এনসিএল খেলতে নামেন। মুমিনুল হক, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হকরা খেলেন প্রথম রাউন্ডে। শুরু হতে চলা দ্বিতীয় রাউন্ডে মাঠে নামতে পারেন মোহাম্মদ মিঠুনও।  

তবে মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজদের খেলার সম্ভাবনা কম। কারণ ছোট-খাট চোট বয়ে বেড়াচ্ছেন তারা। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের কারণে তারা এই রাউন্ডেও বিশ্রামে থাকতে পারেন।  

আগামী ১৫ অক্টোবর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।