ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিককে পেতে চাইছে চিটাগং

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
মুশফিককে পেতে চাইছে চিটাগং এবার আর রাজশাহীর জার্সিতে দেখা যাবে না মুশফিককে-ছবি: সংগৃহীত

ঢাকা: ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমকে বিপিএলের ষষ্ঠ আসরে নিজেদের আইকন প্লেয়ার হিসেবে পেতে চাইছে চিটাগং ভাইকিংস। পঞ্চম আসরের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস মুশফিককে ছেড়ে দিলে দলশূন্য হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই টেস্ট অধিনায়ক। আইকন প্লেয়ারের খেতাব ফিরে পেতে অপেক্ষা বাড়ে। কিন্তু চিটাগং ভাইকিংসের এমন আগ্রহে তার অপেক্ষার প্রহর বোধ হয় আর প্রলম্বিত হচ্ছে না।

সোমবার (৮ অক্টোবর) সংবাদ মাধ্যমকে এসব তথ্য দিলেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।
 
জালাল ইউনুস বলেন, ‘চিটাগাং ভাইকিংস এখনও কাউকেই নেয়নি।

তবে যতটুকু জানি তারা আইকন খেলোয়াড় হিসেবে মুশফিককে নেয়ার চেষ্টা করছে। ’

এদিকে মুশফিকের মতোই দলছুট লিটন। আর গেল আসরের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস ছেড়ে সিলেট সিক্সার্সের আইকন হিসেবে মনোনিত হয়েছেন লিটন দাস। এবারের নতুন আরেক আইকন মোস্তাফিজুর রহমান। রাজশাহীর হয়ে বল হাতে কাটার যাদু দেখাবেন এই বাঁহাতি পেস ওয়ান্ডার।
 
বাকি চার আইকন অপরিবর্তিত আছেন। রংপুরে মাশরাফি, ঢাকায় সাকিব, কুমিল্লায় তামিম ও খুলনার আইকন হিসেবে রিয়াদ গেল আসরের মতো ষষ্ঠ আসরেও নিজ নিজ দলের হয়ে শিরোপা লড়াইয়ে সামিল হবেন।
 
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।