ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদমানের সেঞ্চুরি, আশরাফুলের ৪৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
সাদমানের সেঞ্চুরি, আশরাফুলের ৪৯ সেঞ্চুরির পর সাদমানের উদযাপন-ছবি: সংগৃহীত

এনসিএলের টায়ার-২ এর ম্যাচের দ্বিতীয় দিন ওপেনার সাদমানের অপরাজিত সেঞ্চুরির উপর ভর করে দিন শেষে ঢাকা বিভাগের বিপক্ষে ১০৬ রানে এগিয়ে আছে ঢাকা মেট্রো। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রানে দূরে আছেন সাদমান। ফিফটি থেকে ১ রান দূরে থাকতে আউট হয়েছেন মোহাম্মদ আশরাফুল।

ফতুল্লায় দ্বিতীয় দিনের খেলায় ঢাকা মেট্রো ৫২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। দলীয় ৩৭ রানে ঢাকার সালাউদ্দিন শাকিলের শিকার হয়ে ওপেনার সৈকত আলীর (২৩) উইকেট হারায় ঢাকা মেট্রো।

এরপর পেসার শাহাদাত হোসেন খুব দ্রুত শামসুর রহমান (১) ও মার্শাল আইয়ুবের (৪) উইকেট তুলে নিলে খেই হারিয়ে ফেলে দলটি। তবে একপাশ আগলে রাখেন সাদমান ইসলাম। ৩১৩ বলে ২১ চার আর ১ ছক্কায় সাজানো ১৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে দিন শেষ করেছেন এই ব্যাটসম্যান।  

মাঝে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ১৩৭ রানের দারুণ এক জুটি গড়েছেন সাদমান। দলীয় ১৮৯ রানে চতুর্থ উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে ৪৯ রানের ইনিংস খেলেছেন আশরাফুল। ১ রানের জন্য ফিফটি মিস করা আশরাফুল তার ১৩৮ বলের ইনিংসে ৪ বাউন্ডারি আর ১ ছক্কা হাকিয়েছেন।  

শুভাগত হোমের বলে বদলি ফিল্ডার মাহবুবুল আলম অনিকের হাতে ক্যাচ তুলে বিদায় নেন আশরাফুল। তার বিদায়ের পর মেহেরাব হোসেন জুনিয়র অপরাজিত ৩৭ রান করে সাদমানকে সঙ্গ দিয়ে দলকে ৩১২ রানের সংগ্রহ এনে দেন। দিন শেষে ৬ উইকেট হাতে রেখে ১০৬ রানের লিড পেয়েছে ঢাকা মেট্রো।

অন্যদিকে কক্সবাজারে এনসিএলের টায়ার-২ এর ম্যাচটির দ্বিতীয় দিন বৃষ্টির কারণে ভেস্তে গেছে। আগের দিন সিলেটের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করেছিল স্বাগতিক চট্টগ্রাম। দলের হয়ে ওপেনার সাদিকুর রহমান সেঞ্চুরি করেন।  

চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৪৩ রান। এরপর ইয়াসির আলী রাব্বি ৮৪ রানের ইনিংস খেলে নাবিল সামাদের বোলিংয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে এখন পর্যন্ত ২৮২ রান তুলেছে চট্টগ্রাম।  

বল হাতে সিলেটের শাহানুর রহমান ১৯ ওভারে ৫৮ রানে ৩ উইকেট পেয়েছেন। ২ উইকেট করে পেয়েছেন আবু যায়েদ ও নাবিল সামাদ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।