ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

তাহির ঘূর্ণিতে তছনছ জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
তাহির ঘূর্ণিতে তছনছ জিম্বাবুয়ে ইমরান তাহির। ছবি: সংগৃহীত

ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর ৩৪ রানের বড় জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে জিম্বাবুয়েকে এক কথায় উড়িয়ে দেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির একাই।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া। ৬ উইকেটে ১৬০ রানের পুঁজি দাঁড় করিয়েই জিম্বাবুয়েকে সমস্যায় ফেলে দেয় দক্ষিণ আফ্রিকা।

অভিষেকে দুর্দান্ত এক হাফসেঞ্চুরি করেন ভ্যান ডার ডাসেন। ৪৪ বলে ৫ চার আর ১ ছক্কায় ৫৬ রান করেন তিনি।

অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ২০ বলে ৩৪ আর ডেভিড মিলারের ৩৪ বলে ৩৯ রানে লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

জিম্বাবুয়ের হয়ে ৩টি উইকেট নিলেও ৪ ওভারে ৩৭ রান দেন কাইল জারভিস। এছাড়া ২টি উইকেট নেন ক্রিস্টোফার এমপুফু।

জবাব দিতে নেমে ইমরান তাহিরের ঘূর্ণির সামনে বেশ বিপদেই পড়ে যায় জিম্বাবুয়ে। ১১ রানেই হারিয়ে ফেলে ৩টি উইকেট। আর এই তিন উইকেটই নেন তাহির। শুরু এই ধাক্কা সামলে ওঠা আর সম্ভব হয়নি সফরকারিদের।

কিছুটা ঝড়ো ব্যাট চালিয়ে পিটার মুর চেষ্টা করলেও দলকে জয়ের কিনারে পৌঁছাতে পারেননি। ২১ বলে ১ চার আর ৫ ছক্কায় ৪৪ রান করেন তিনি। কিন্তু বাকিদের ব্যর্থতায় দল পেরে ওঠেনি।

ইমরান তাহির ৪ ওভার বল করে ২৩ রানে ৫টি উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নেন জুনিয়র দালা আর আন্দেলো ফেহলুখায়ো।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।