ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটনের ঝড়ো ডাবল সেঞ্চুরিতে লড়ছে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
লিটনের ঝড়ো ডাবল সেঞ্চুরিতে লড়ছে রংপুর লিটন দাশ-ছবি: সংগৃহীত

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরি করে সেটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন লিটন দাশ। বাংলাদেশ দলের নিয়মিত এই তারকার ঝড়ো ব্যাটে ভর করেই জাতীয় ক্রিকেট লিগে ‍রাজশাহী বিভাগের বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে রংপুর বিভাগ।

রংপুর প্রথম ইনিংসে ১৫১ করার পর, রাজশাহী ৫৮৯ রানের বিশাল স্কোর গড়ে ৪ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে। আর তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৩১৯ রান সংগ্রহ করেছে রংপুর।

তবে এখনও তারা ১১৯ রানে পিছিয়ে রয়েছে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে জাহিদ জাবেদকে নিয়ে ৯৮ রানের পার্টনারশিপ গড়েন লিটন। ৩৫ রান করে ফেরেন জাহিদ। তবে আক্রমণাত্মক ভঙ্গিতে উইকেটে অবিচল থাকেন লিটন। দ্বিতীয় উইকেট জুটিতে মাহমুদুল হাসানকে নিয়ে তোলেন আরও ২১৯ রান।

দিনের শেষে লিটন বিদায় না নিলে রংপুরের গল্পটা আরও সুন্দর হতে পারতো। প্রথম শ্রেণির ম্যাচে টর্নেডো ইনিংস উপহার দেন তিনি। শেষ পর্যন্ত ১৪২ বলে ৩২টি চার ও ৪টি ছক্কায় ২০৩ রানে তাইজুল ইসলামের বলে থামেন। অপরপ্রান্তে মাহমুদ ৮১ বলে ৭২ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সাজেদুল ইসলাম।

এর আগে দ্বিতীয় দিন ৪১৯ রানে ২ উইকেট হারানো রাজশাহী তৃতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামে। ৩৯ রানে অপরাজিত থাকা জুনায়েদ সিদ্দিক এদিন বরাবর ১০০ করে অপরাজিতই থাকেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৪তম সেঞ্চুরি করা এ ব্যাটসম্যান ১৯৯ বলে ৬টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান।

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ফরহাদ হোসেন ৬২ করে বিদায় নেন। ৫৫ রান আসে অধিনায়ক জহিরুল ইসলামের ব্যাট থেকে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।