ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির রেকর্ডের ম্যাচে জয়হীন ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
কোহলির রেকর্ডের ম্যাচে জয়হীন ভারত ছবি: সংগৃহীত

শচীন টেন্ডুলকারকে হটিয়ে ওয়ানডেতে বিরাট কোহলির দ্রুততম ১০ হাজার রানের মালিক হওয়ার দিনে জয় পেল না ভারত। রোমাঞ্চকর ম্যাচে ম্যাচটি ‘টাই’ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দু’দলই নির্ধারিত ৫০ ওভার শেষে ৩২১ রানে থামে। যেখানে ভারতের উইকেট পড়েছিল ৬টি, ক্যারিবীয়দের ৭টি।

ভিসাখাপন্তমে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে বিরাট কোহলির অপরাজিত ১২৯ বলে ১৫৭ রানের সুবাদে ৩২১ রানের বড় স্কোর গড়ে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শাহি হোপ যদি ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকাতে পারতেন, তবেই জয় পেয়ে যেত সফরকারীরা। কিন্তু উমেশ যাদবে বলে চার মেরে দলকে হারের হাত থেকে বাঁচান তিনি। ১২৪ বলে ১২৩ রানে অপরাজিত থাকেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতে ১-০তে এগিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৮
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।