ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরির পরও ‘আক্ষেপ’ ইমরুলের!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
সেঞ্চুরির পরও ‘আক্ষেপ’ ইমরুলের! ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইমরুল কায়েস। ছবি-বাংলানিউজ

চট্টগ্রাম: সময় এখন ইমরুল কায়েসের- এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। শেষ তিনটি ওয়ান ডে ম্যাচের পারফরম্যান্স অন্তত সে কথা্ই বলছে।

ঢাকার মিরপুর স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অনবদ্য ১৪৪ রানের ইনিংসের পর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ ম্যাচে ৯০ ও ১১৫ রানের ইনিংস। শুধু ইমরুল কেনো, যে কোনো ব্যাটসম্যানের জন্যই ব্যাপারটা দারুন সুখকর।

তবে সিরিজ জুড়ে এতো এতো ভালো পারফরম্যান্স শেষে ম্যান অব দ্যা সিরিজ হয়েও আক্ষেপ করছেন ইমরুল। কিন্তু কেনো? ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইমরুলের মুখ থেকেই শোনা গেলো এর কারণ।  

‘আসলে আমি জিরো রানেও আউট হতে পারতাম। ক্রিকেটে এটা হতে পারে। কিন্তু টানা তিনটা সেঞ্চুরি হলে আরও ভালো লাগতো। যেহেতু দেশের হয়ে এটা আগে কেউ করেনি। আমিই প্রথম করতাম। না হওয়াতে আক্ষেপ তো হচ্ছেই। ’

তবে দেশের হয়ে রেকর্ড করার পাশাপাশি একটি বিশ্ব রেকর্ডও যে ইমরুল কায়েস অল্পের জন্য মিস করে ফেললেন, সে কথা জানাই ছিলো না তার।

পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যান বাবর আজমের তিন ম্যাচে করা ৩৬০ রান থেকে মাত্র ১১ রান দূরে ছিলেন তিনি।

তবে মজার বিষয় হচ্ছে ব্যাপারটা জানতেনই না ইমরুল! তাই ক্রিকেটের বিশ্ব রেকর্ড তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে।

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ব্যাপারটা জানার পর টানা তিন ম্যাচে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের সঙ্গে আরও একটি আক্ষেপ হয়তো বাড়বে তার!

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমআর/টিসি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।