ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রান পেতে যা করেছিলেন সৌম্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
রান পেতে যা করেছিলেন সৌম্য গণমাধ্যমে বক্তব্য রাখছেন সৌম্য সরকার। ছবি-বাংলানিউজ

চট্টগ্রাম: দীর্ঘদিন ধরে রানের হিসাবটা ঠিক জমছিলো না তার। জাতীয় দলেও হয়ে পড়েন অনিয়মিত। অনেকটা নাটকীয়ভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ডাক পড়ে তার। তবে ফিরেই বাজিমাৎ করলেন সৌম্য সরকার।

৯২ বলে ১১৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ। কিন্তু হঠাৎ করে দলে ফিরে সেঞ্চুরি পাওয়ার পেছনের গল্প কী? রানে ফিরতে এতোদিন কী করেছিলেন সৌম্য? ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সৌম্যই জানালেন রানে ফিরতে কতোটা মানসিক লড়াই করতে হয়েছে তাকে।

সৌম্য বললেন- `আমি বাইরের কথা বেশি শুনতাম। ফেসবুক যখন ব্যবহার করতাম, তখন নেগেটিভ বিষয়গুলো বেশি সামনে আসতো। কেউ কিছু লেখার সময় এমন হেডলাইন দিতো, যেনো আমি সব ম্যাচেই খারাপ করেছি। পরে চিন্তা করলাম, ফেসবুক ব্যবহার করবো না। মানুষের সঙ্গেও কথা কম বলবো। পজিটিভ বিষয়গুলো বেশি চিন্তা করবো। '

`নিজের মতো করেই, নিজে উপভোগ করতেই ব্যাটিংটা করবো। এভাবেই নিজের সঙ্গে যুদ্ধ করে রানে ফিরেছি। ' যোগ করেন সৌম্য সরকার।

বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমআর/টিসি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।