ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে অসুস্থ চামেলীর দায়িত্ব নিল বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
অবশেষে অসুস্থ চামেলীর দায়িত্ব নিল বিসিবি অবশেষে অসুস্থ চামেলীর দায়িত্ব নিল বিসিবি-ছবি: সংগৃহীত

ঢাকা: সাকিব, মোস্তাফিজের পর জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার অসুস্থ চামেলী খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৩১ অক্টোবর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি নাইমুর রহমান দুর্জয়।

দুর্জয় বলেন, ‘চামেলীর দায়িত্ব নিতে কোয়াব প্রস্তুত ছিল। কিন্তু বিসিবি দায়িত্ব নিয়ে নেয়ায় এখন আর তার প্রয়োজন হচ্ছে না।

তবে ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে আমরা পাশে থাকবো। ’

আট বছর হয়ে গেল লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডে হাড়ের ব্যথা নিয়ে বর্তমানে মুমূর্ষু অবস্থায় পৌঁছেছেন চামেলী।  মেরুদণ্ডে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্ক গুলো নষ্ট হয়ে যাওয়ায় অবস হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিভিন্ন সংবাদমাধ্যমে চামেলীকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। ফলে পরদিন বুধবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে অসুস্থ ক্রিকেটার চামেলীকে দেখতে যান রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটন। তার হাতে নগদ ১ লাখ টাকা প্রদানসহ তার ঘর মেরামতের আশ্বাসও দেন এই সিটি মেয়র।

এর আগে চামেলীর চিকিৎসায় আর্থিক সাহায্য করার কথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও জাতীয় ক্রিকেট দলের দলের আরেক সদস্য মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।