ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলতি মাসেই ব্যাট করবেন সাকিব!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
চলতি মাসেই ব্যাট করবেন সাকিব! সাকিব আল হাসান | বাংলানিউজ ফাইল ছবি

ঢাকা: সাকিব আল হাসানের চোট আক্রান্ত বাঁ-হাতের কনে আঙুলের ইনফেকশন এখন অনেটাই নিয়ন্ত্রণে। ব্যথাও উল্লেখযোগ্য হারে কমে গেছে। পুনর্বাসন প্র‌ক্রিয়ার মাধ্যমে চোট যথসম্ভব সারিয়ে তোলার ব্যবস্থা চলছে দ্রুত গতিতে।

এসবই পুরোনো খবর। নতুন খবর হলো, চলতি নভেম্বরের ১৫-২০ তারিখে ব্যাটিং শুরু করবেন টাইগার অলরাউন্ডার।

শনিবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর যমুনা ফিউচার পার্কে খবরটি তিনি নিজেই সংবাদ মাধ্যমকে দিয়েছেন।

সাকিব বলেন, আঙুলের ব্যথা এখন ভালোর দিকে। এ মাসের ১৫-২০ তারিখে ব্যাটিং শুরু করবো।

সিলেটে চলমান বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টেস্টের উইকেট নিয়েও কথা বলেছেন সাকিব। তারমতে, উইকেট স্লো মনে হচ্ছে। সেটা না হয়ে আরেকটু ফাস্ট হলে বোলার ও ব্যাটসম্যানদের জন্য ভালো হতো।

ব্যাটিংয়ে ফিরছেন এ আভাস অবশ্য আগেই বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান দিয়েছেন। তিনি বলেছেন, ১৮ নভেম্বর থেকে ঘরের মাঠে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতে অর্থাৎ টেস্ট সিরিজে তাকে দলে পাওয়া না গেলেও মাঝামাঝি সময় থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।