ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিলেট স্টেডিয়ামের বাইরে ৯ জুয়াড়ি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
সিলেট স্টেডিয়ামের বাইরে ৯ জুয়াড়ি আটক ছবি: প্রতিকী

সিলেট: সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ চলাকালে স্টেডিয়াম ফটকের বাইরে থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে।

রোববার (০৪ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের স্টেডিয়ামের পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র।

সিলেট স্টেডিয়ামে পুলিশের ইনচার্জ (এসিডি) গোপাল চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, স্টেডিয়ামের ফটকের বাইরে থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি এবং এর বেশি কিছু বলতে পারবেন না বলেও জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলানিউজকে বলেন, স্টেডিয়ামে বিসিবির গোয়েন্দা টিম রয়েছে। তারা প্রতিনিয়ত একরকম অভিযান চালাচ্ছে। অনলাইনে কাউকে জুয়া খেলতে দেখলে আটক করে পুলিশে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘন্টা, নভেম্বর ০৪, ২০১৮
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।