ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেকের আগেই সাদা পোশাকের ক্রিকেট থেকে রাইডুর অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
অভিষেকের আগেই সাদা পোশাকের ক্রিকেট থেকে রাইডুর অবসর আম্বাতি রাইডু। ছবি: সংগৃহীত

ক্রিকেটের ছোট ফরম্যাটে মনোযোগ বাড়াতেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রাইডু। কিন্তু মজার ব্যাপার হলো ভারতের হয়ে টেস্টে এখনও অভিষেক হয়নি এই ৩৩ বছর বয়সী ক্রিকেটারের। মূলত, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগ বাড়াতেই প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন রাইডু।

জাতীয় দলের হয়ে এরই মধ্যে সীমিত ওভারের দলে জায়গাটা মোটামুটি পাকা করে ফেলেছেন। তাই অন্য দিকে আর মনোযোগ দিতে রাজি নন রাইডু।

৩৩ বছর বয়সেই জানিয়ে দেন, লঙ্গার ফরম্যাট আর খেলার ইচ্ছা নেই তার।

হায়দ্রাবাদের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। শনিবার (০৩ নভেম্বর) হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই রাইডুর এই অবসরের বিষয়টি নিশ্চিত করা হয়।

এশিয়া কাপে ভারতীয় দলে নিয়মিত খেলেছেন রাইডু। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজেও ব্যাট হাতেও চোখে পড়ার মতো পারফর্ম করেন। বোঝাই যায়, বিশ্বকাপ দলেও জায়গা পেতেও খুব একটা বেগ পেতে হবে না ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষেক হওয়া রাইডুর।

ডানহাতি এই ব্যাটসম্যান ভারতের হয়ে খেলা ৪৫টি ওয়ানডে ৩টি সেঞ্চুরি আর ৯টি হাফসেঞ্চুরি করেন। এছাড়া ৬টি টি-টোয়েন্টি খেলেন তিনি। প্রথম শ্রেণিতে ৯৭টি ম্যাচ খেললেও দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ হয়নি কখনো।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।